খাগড়াছড়ি সংবাদদাতা: ঈদ, বাংলা নববর্ষ এবং পাহাড়ের বৈসাবী উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে ভীড় জমেছে পর্যটকদের। কেউ গিয়েছেন ঈদ ও নববর্ষের ছুটি কাটাতে, কেউবা বৈসাবীতে অংশ নিতে। পর্যটন জেলা হওয়ায় সারা বছর কমবেশি পর্যটকের উপস্থিতি থাকলেও এবার তা কয়েকগুণ বেশি।
দেশের দূরদূরান্ত থেকেও পর্যটক এসেছে। যাদের অধিকাংশই ছুটে গেছেন সাজেকে। এছাড়া, অংশ নিচ্ছেন চাকমা, মারমা ও ত্রিপুরাদের বিভিন্ন অনুষ্ঠানে। জেলার প্রধানতম পর্যটন কেন্দ্র ‘আলুটিলা’, রিচাং ঝরণা, জেলা পরিষদ পার্ক ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখছেন তারা।