শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

ঈদ করে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

  • আপডেট সময় রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে আবার কর্মস্থল ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। অনেকে স্ত্রী-সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়, আবার কেউ কেউ ফিরছেন সপরিবারেই। ব্যাংক-বীমা ও শেয়ারবাজারসহ সব অফিস খুলে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রবিবার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদফেরত কর্মজীবীদের ফিরতে দেখা গেছে।

টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আগামীকাল রবিবার (২৪ এপ্রিল) থেকে খুলবে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঢাকায় যারা এসব কাজে দায়িত্ব পালন করছেন, এক দিন আগেই তাদের ফিরতে হচ্ছে।

রবিবার দুপুর ১২টায় কমলাপুর স্টেশনে গিয়ে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের যাত্রীদের নামতে দেখা যায়। এ সময় ঢাকাফেরত যাত্রীদের সঙ্গে কথা হয়। কেউ কেউ বলেন, কাল অফিস ধরতে হবে, তাই আজ ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরেছেন। কেউ বলেন, আগামীকাল থেকে অফিস শুরু। তাই চাইলেও বেশিদিন বাড়িতে থাকার সুযোগ নেই। ঈদে পরিবারের সঙ্গে আনন্দ শেষে ফিরতে তো খারাপ লাগছেই, কিন্তু কিছু করার নেই।

তবে শুধু যে চাকরির সুবাদে সবাই ঢাকায় ফিরছে এমন নয়। অনেকে দেশের বিভিন্ন জায়গায় আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন, সে কারণে রাজধানীতে ফিরছেন।

দুপুর পৌনে ১টার দিকে কমলাপুর স্টেশনে থামে ব্রহ্মপুত্র এক্সপ্রেস; ১টার দিকে জামালপুর কমিউটার ট্রেন এসে পৌঁছে। প্রতিটি ট্রেনেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিরতরা ফিরেছেন। কমলাপুর রেলস্টেশনে শুধু যে মানুষ ফিরে আসছে, তা নয়। ঢাকা থেকে যাচ্ছেনও অনেকে। রবিবার ভোরে অসংখ্য যাত্রী বাড়ি যেতে স্টেশনে আসেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ কমে যায়।

ঈদ ও শবেকদর মিলিয়ে সরকারি ছুটি ছিল মাত্র পাঁচ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবেকদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হচ্ছে আজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com