1. [email protected] : চলো যাই : cholojaai.net
ইতিহাম সৃষ্টির পথে শাহানা-সোমা
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Uncategorized

ইতিহাম সৃষ্টির পথে শাহানা-সোমা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে মেয়র পদে ব্রুকলীন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস এগিয়ে রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনে তার প্রাপ্ত ভোট ২,৫৩,২৩৪ অর্থাৎ ৩১ দশমিক ৭ ভাগ ভোট। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মায়া উইলীর প্রাপ্ত ভোট ১,৭৭,৭২২ ভোট। অপর প্রার্থীদের মধ্যে ক্যাথেরিন গার্সিয়ার প্রাপ্ত ভোট ১,৫৫,৮১২ ভোট আর এন্ড্রু ইয়ং এর প্রাপ্ত ভোট ৯৩,২৯১। তবে চুড়ান্ত ফলাফল পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ২২ জুন মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ এর ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন বাংলাদেশী হেরে গেছেন। পুন: নির্বাচিত হলেন জিম জিনারো। বাংলাদেশী-আমেরিকান অধ্যুষিত হওয়ার কারণে এই ডিষ্ট্রিক্টটের নির্বাচন কমিউনিটিতে আলোচিত ছিলো। খবর ইউএনএ’র।

উল্লেখ্য, মঙ্গলবারের নির্বাচনে ২জন রিপাবলিকান সহ ১৩জন ডেমোক্র্যাট মেয়র প্রার্থী ছাড়াও সিটির ৫ বরোর মধ্যে তিন বরো থেকে ১৩জন বাংলাদেশী-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৬টি কাউন্সিল ডিষ্ট্রিক্ট থেকে ১১জন আর কাউন্টি জজ পদে একজন এবং ফিমেল ডিষ্ট্রিক্ট লীডার পদে আরো একজন বাংলাদেশী প্রার্থী ছিলেন। ‘র‌্যাঙ্কড চয়েজ ভোটিং’ পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একজন ভোটার তার পছদের ৫জন প্রার্থীকে প্রথম পছন্দ থেকে শুরু করে পরপর ৫টি ভোট দিতে পারেন। ফলে সবমিলিয়ে জমে উঠে এবারের সিটি নির্বাচন। উল্লেখ্য, চুড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের আাগামী ২ নভেম্বর মঙ্গলবার। টার্ম লিমিট শেষ হওয়ায় বর্তমান মেয়র বিল ডি ব্লাজিও আর নির্বাচন করতে পারছেন না।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য মেয়র প্রার্থীদেও মধ্যে স্কট স্ট্রীঙ্গার ৪০,২৪৪ ভোট, ডাইয়ানী মোরালিস ২২,২২১ ভোট, রেমন্ড ম্যাকগুইর ১৮,৫০৩ ভোট, সাউন ডনোভার ১৭,৩০৩ ভোট, অ্যারোন ফলডেনোয়ার ৬,৭৫৫ ভোট, আর্ট চ্যাং ৫,৮৬২ ভোট, পাপেরবয় প্রিন্স ৩,৪৩২ ভোট, জয়সেলিন টেইলর ২,১৯৯ ভোট এবং ইসাক রাইট ১,৯১৩ ভোট পেয়েছেন বলে জানা গেছে।
দ্যা ওয়াশিংটন পোষ্ট-এর ফলাফলে দেখ যায় এই আসন থেকে জিম জিনারো ৬,৩১৯ ভোট অর্থাৎ ৫৯ দশমিক ৯ ভোট পেয়ে প্রাথমিকভাবে জয়ী হয়ে পুন: নির্বাচিত হলেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন বাংলাদেশী-আমেরিকানদের মধ্যে মৌমিতা আহমেদ ২,৪০৬ ভোট, মোহাম্মদ সাবুল উদ্দিন ৯২৭ ভোট আর সাইফুর খান হারুন ৮৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ফলাফলে দেখা যায়, জিম জিনারো একা যে ভোট পেয়েছেন তিন বাংলাদেশী মিলেও সেই ভোট পাননি। তবে এটাই চুড়ান্ত ফলাফল নয়। অ্যাবসেন্টি ভোট সহ চুড়ান্ত ফলাফল পেতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে।

অপরদিকে ডিষ্ট্রক্ট ১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮জন প্রার্থীর মধ্যে বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ এন মজুমদার ১,২০৭ ভোট পেয়ে চতুর্থ এবং মির্জা মানুর রশীদ ৫৯৭ ভোট পেয়ে ষষ্ঠ অবস্থান করছেন।

ডিষ্ট্রক্ট ২৬ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৫জন প্রার্থীর মধ্যে বাংলাদেশী-আমেরিকান বদরুন খান মিতা ৮৬৭ ভোট পেয়ে সপ্তম আর সুলতান মারুফ মাত্র ২৫৫ ভোট পেয়ে সকল প্রার্থীর শেষে অবস্থান করছেন।

ডিষ্ট্রক্ট ৩২ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন প্রার্থীর মধ্যে বাংলাদেশী-আমেরিকান হেলাল শেখ ৮৮০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ডিষ্ট্রক্ট ৩৭ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬জন প্রার্থীর মধ্যে বাংলাদেশী-আমেরিকান মিসবা আবদীন ৫৯২ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।

ডিষ্ট্রক্ট ৩৯ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭জন প্রার্থীর মধ্যে বাংলাদেশী-আমেরিকান শাহানা হানিফ ১০,৬৯১ ভোট পেয়ে সবার শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ব্রান্ডন ওয়েস্টের প্রাপ্ত ভোট ৭,৪২৭ ভোট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর বাংলাদেশী মামনুল হক ১,৩৫৪ ভোট পেয়ে সপ্তম স্থানে রয়েছেন।

অপরদিকে কুইন্স কাউন্টির ডিষ্ট্রিক্ট জজ পদে বাংলাদেশী-আমেরিকান এটর্নী সোমা সাঈদ এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
সচেতন প্রবাসীদের অভিমত বাংলাদেশী কমিউনিটি থেকে একই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনে জয় তো দূরের কথা এতো ব্যাপক ভরাডুবি হয়েছে। পাশাপাশি প্রার্থীদের মধ্যে কারো কারো যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। নির্বাচনে দাঁড়ালেই য জয়ী হওয়া যায় না অনেক প্রার্থীর মধ্যে সেই বোধের অভাব রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com