শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

ইতালির এই বিভাগে কি কি দর্শনীয় রয়েছে ভ্রমণ পিপাসু মানুষের জন্য

  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
ইতালির সবথেকে ছোট এবং লেস ভিজিটেড বিভাগ হচ্ছে ফ্রান্স ও সুইটজারল্যান্ডের বর্ডার সংলগ্ন বিভাগ Valle D’Aosta. আমার মতে এটি ইতালির সবথেকে আন্ডাররেটেড বিভাগও বটে। পুরো বিভাগটি হচ্ছে পাহাড়ি এবং চতুর্দিকে অসাধারণ প্রকৃতি দ্বারা সজ্জিত হলেও ট্যুরিস্টদের নিকট এটিই সবথেকে কম পরিচিত অঞ্চল , আর এই কারণেই ইতালিয়ান বিভাগ নিয়ে আমার সিরিজটি শুরু করছি এই বিভাগ দিয়েই।
ফ্রান্সের বর্ডার এলাকায় হবার কারণে বিভাগটিতে ইতালিয়ান ভাষার পাশাপাশি ফ্রেঞ্চ ভাষাও চলে এবং দুটি ভাষাই এই বিভাগের অফিসিয়াল ভাষা হিসেবে পরিচিত।
সামান্য এই ভূমিকার পর চলুন দেখা যাক এই বিভাগে কি কি দর্শনীয় রয়েছে ভ্রমণ পিপাসু মানুষের জন্য।
১. Mont Blanc – ইউরোপ মহাদেশের সবথেকে উঁচু পাহাড় মনত ব্ল্যাংক ফ্রান্স ও ইতালির এই বর্ডারেই অবস্থিত। ৪৮০৯ মিটার অর্থাৎ ১৫৭৬৬ ফিট উঁচু এই পাহাড় নিঃসন্দেহে এই বিভাগের প্রধান আকর্ষণ। যাদের জন্য এতো উঁচুতে হাইকিং করে উঠা সম্ভব নয় তাদের জন্য মন্ট ব্ল্যাংক কাছে থেকে দেখবার জন্য সর্বোত্তম মাদ্ধম হচ্ছে ”Skyway Cable car” করে উঠা। এই ক্যাবল কার আপনাকে নিয়ে যাবে ৭১০৬ ফিট উচ্চতায় যেখান থেকে উপভোগ করতে পারবেন মনত ব্যাঙ্কের অসাধারণ সৌন্দর্য।
২. Gran Paradiso National Park – এটি হচ্ছে Valle D’Aosta বিভাগের সবথেকে বড় ও পরিচিত ন্যাশনাল পার্ক। এখানে চতুর্দিকে দেখতে পাবেন ৪০০০ মিটার উঁচু পরবর্তমালা, কিছুক্ষন পর পর পাহাড়ি লেক এবং ঝর্ণা।
৩. Matterhorn Mountains – সমগ্র ইউরোপের সবথেকে সুন্দর ও পরিচিত ৩/৪ টি পাহাড়ের মধ্যে ১ টি নিঃসন্দেহে মেটারহরন পাহাড়। অনেকেই মনে করে মেটারহরন পাহাড় শুধু সুইৎজারল্যান্ডেই দেখা যায়। কিন্তু না ! মেটারহরন পাহাড়টি সুইৎজারল্যান্ডে অবস্থিত হলেও সুইৎজারল্যান্ডের বর্ডার বিভাগ থেকেও দৃশ্যমান অপরূপ সৌন্দর্যের এই পাহাড়ি চূড়াটি। এই চূড়া দেখার জন্য হচ্ছে সুন্দর একটি লোকেশন।
৪. সমগ্র বিভাগ জুড়েই রয়েছে দৃষ্টিনন্দন অসংখ পাহাড়ি লেক। পাহাড়ি লেকের সংখ্যা গুনে শেষ করা যাবেনা ; কয়েকটি সুপরিচিত লেক হচ্ছে : Place-Moulin Lake, Lake of Checrouit, Lake Maen, Blue Lake.
৫. রয়েছে অসংখ পানির ঝর্ণা। কয়েকটি সুপরিচিত ঝর্ণা হচ্ছে : Lillaz Waterfalls, Rutor Waterfalls, Isollaz Waterfalls.
৬. Valle D’Aosta হচ্ছে অসংখ পাহাড়ি দুর্গের অঞ্চল ; সমগ্র বিভাগ জুড়েই দৃশ্যমান ছোট-বড় অসংখ দুর্গ। ফেমাস কয়েকটি দুর্গ হচ্ছে : Savoia Castle, Fortress of Bard, Fenis Castle.
৭. যেহেতু হচ্ছে পাহাড়ি বিভাগ, সুতরাং এখানে রয়েছে অসংখ স্কি রিসোর্টও। স্কি রিসোর্ট এর জন্য এই অঞ্চলটি সমগ্র ইউরোপের মধ্যে সেরা কয়েকটি লোকেশন গুলোর একটি। কয়েকটি ফেমাস স্কি রিসোর্ট অঞ্চল হচ্ছে : Pila, Courmayeur, Cervinia, Gressoney.
৮. দুর্গ, পাহাড়, লেক, ঝর্ণা ছাড়াও রয়েছে অসংখ হাইকিং ও সাইকেলিং ট্রেইল যেখানে গেলে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে।
ইতালির সবথেকে ছোট ও কম ভিজিটেড এই বিভাগটি ঘুরতেই লেগে যাবে অন্তত ২ সপ্তাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com