সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

ইতালিতে স্টুডেন্টস ভিসা

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Young female student dressed casually with colorful books in the inner yard of oldest university in the world in Bologna city in Italy
২০২৫-২০২৬ সালে যারা ইউরোপের ইতালিতে স্টুডেন্টস ভিসায় অনার্স মাস্টার্স কোর্সে আবেদন করতে চান তাদের জন্য তথ্য গুলো।
২০২৫-২০২৬ সেশনে এপ্লিকেশন শুরু হয়েছে।
আবেদনের প্রথম রাউন্ডে এপ্লিকেশন করে আপনার এডমিশন নিশ্চিত করুন।
ইতালিতে স্টুডেন্টস ভিসায় আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়? (অনার্স/মাস্টার্সের ক্ষেত্রে) What documents are required to apply for a student visa in Italy?
ইতালিতে স্টুডেন্টস ভিসায় আবেদন করতে যেসকল ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলো হলোঃ
১। আপনার পাসপোর্ট । (মিনিমাম মেয়াদ ১৪ মাস)
২। মাস্টার্সের জন্য আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিক্ষার সার্টিফিকেট,মার্কসিট,অনার্সের সার্টিফিকেট,মার্কশীট।
👉অনার্সের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট)।
৩। আপনার কারিকুলাম ভিটা(সিভি) Europass হলে ভালো হয়।
৪। মটিভেশন লেটার। (আপনার স্ট্যাডি প্লানিং)
৫।রিকমান্ডেশন লেটার। ( আপনার ভার্সিটি /জব সেক্টর থেকে নিতে পারেন)
৬। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি।
৭। আবেদন ফি। (কমপক্ষে ৩-৫ টা ভার্সিটিতে আবেদন করলে ভালো)
৮। ইংরেজী ভাষা শিক্ষার দক্ষতার সার্টিফিকেট যেমনঃ
👉(IELTS minimum B1 5.5)
👉(Medium of instructions -MOI)
👉TOFEL: (Minimum B1 score 70)
👉Cambridge ESOL( General and Higher Education) Minimum B1
👉PTE academic(Pearson Test Of English academy B1
৬। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট(পরিবারের মা/বাবা/ভাই/বোন) যাদের মা বাবা জীবিত নেই তাদের ক্ষেত্রে নিকটতম আত্মীয়দের স্টেটমেন্ট নিতে পারবেন তবে সেক্ষেত্রে আরো কিছু ডকুমেন্টস লাগবে।
৭। ট্রাভেল ইন্সুরেন্স কমপক্ষে ১ বছর।
৮। একোমেনডেশন/হাউজিং ১ বছরের বুকিং কিংবা কন্টাক্ট পেপার/অসপিতি/আলিজ্জ।
👉 এক বছরের খরচের জন্য কমপক্ষে ১০-১২ লাখ টাকা একাউন্টে জমা মিনিমাম ৬ মাসের লেনদেনর মাধ্যমে রাখতে হবে।কম বেশী আপনার সামর্থ্য অনুযায়ী রাখতে পারেন।
এই ডকুমেন্টস থাকলে যে কেউ চাইলে ইউরোপের ইতালিতে অনার্স/মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ তথ্য গুলো আমার অবিজ্ঞতা এবং বর্তমান ইতালি স্টুডেন্টস ভিসা আবেদনের রিকয়ারমেন্ট অনুযায়ী। তথ্য গুলো যে কোন সময় আপডেট অর্থাৎ সংযোজন এবং বিয়োজন হতে পারে এম্বাসির রিকায়রমেন্ট অনুযায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com