রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন

ইতালিতে বৈধতার দাবিতে রাজপথে বাংলাদেশিরা

  • আপডেট সময় সোমবার, ৪ মার্চ, ২০২৪

ইতালিতে অভিবাসীদের বৈধতার দাবিতে আবারও রাজপথে নেমেছেন বাংলাদেশিসহ বিদেশিরা। জন্মসূত্রে নাগরিকত্ব দান ও স্টে-পারমিট নবায়নে দীর্ঘসূত্রতার অবসানসহ নানা দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানী রোমে।

ইতালিতে আসা অভিবাসীদের অবিলম্বে বৈধতার দাবি জানিয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজপথে নেমে আসেন বাংলাদেশি ও ইতালীয়সহ বিভিন্ন দেশের নাগরিক। রোমে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিওতে সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বিভিন্ন দেশের নারী-পুরুষ এবং শিশুরাও অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন ইতালির পার্লামেন্টের মধ্যবামপন্থি সদস্য আবু বাকার সোমাহুরু। মানবিক কারণে প্রবাসীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

একটি স্টে-পারমিটের জন্য ২০ বছর অপেক্ষা করতে হবে এটা স্বাভাবিক নয়। অবৈধদের বৈধতা পাওয়ার মানবিক অধিকার রয়েছে। এছাড়া যে শিশুর জন্ম হবে ইতালিতে, তাকে নাগরিকত্ব দিতে হবে। ভিসার অনুমতি পাওয়ার পর স্ব স্ব দেশ থেকে দ্রুত ইতালিতে প্রবেশের ভিসা দেয়া উচিত

বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া ব্যক্তিরা বলেন,

এখানে মানুষ আসে একটি নিশ্চিত জীবনের জন্য। নিজেদের ভবিষ্যৎ নির্মাণের অধিকার তাদের রয়েছে। এই অধিকারের গ্যারান্টি দিতে হবে।

বারা বলেন, ‘মেলোনি সরকার আমাদের দাবির কথা কানে তোলে না। বিভিন্ন দেশের কমিউনিটির মানুষ আজ সোচ্চার। তারা তাদের অধিকার আদায় করবেই।’

জন্মসূত্রে নাগরিকত্ব দেয়া উচিত বলে মনে করেন আন্দোলনে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ইতালিতে ভূমধ্যসাগর পাড়ি দিয়েই বাংলাদেশিসহ বিদেশিরা অবৈধভাবে প্রবেশ করেন। গেল দুবছরে শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়েই দেশটিতে প্রবেশ করেছেন ৩৫ হাজারেরও বেশি বাংলাদেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com