বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

ইতালিতে ক‍র্মী নিয়োগ: বাংলাদেশিরা কিভাবে যোগাযোগ করবেন

  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

ইতালিতে মৌসুমী বা সিজনাল ভিসা এবং নিয়মিত বা নন- সিজনাল ভিসার আবেদন শুরু হয়েছে সোমবার (২৭ মা‍‍র্চ) থেকে৤ আবেদন করা যাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর প‍‍র্যন্ত৤  ৩৩ টি দেশ থেকে এই দুই ধরণের ভিসায় ৮২ হাজারের বেশি ক‍‍র্মী নিয়োগ দিতে পারবেন দেশটির নিয়োগদাতারা৤ এবিষয়ে ইতালিতে বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো পদ্ধতি তুলে ধরেছে৤

আবেদন পদ্ধতি কী এবং কে আবেদন করবেন?:

ইতালিতে এই দুই ধরণের ভিসায় কাজে যেতে বা চাকরির জন্য আগ্রহী বিদেশি ক‍‍র্মীর সরাসরি আবেদনের কোন সুযোগ নেই৤ আবেদন করবে নিয়োগদাতা প্রতাষ্ঠান৤ ইতালির কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ক‍‍র্মী নিয়োগ দিতে চাইলে, ক‍‍র্মীর পাসপা‍ের্টসহ প্রয়োজনীয় কাগজপত্র কোম্পানীর নিজস্ব আইডি থেকে সরকারের নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে আবেদন করবেন৤  আবেদন অনুমোদন করলে, সেই কপি ক‍‍‍‍র্মীর কাছে পাঠাবেন নিয়োগদাতা৤ এরপর ঢাকায় ইতালির দূতাবাসে অনুমোদনের কপি জমা দিয়ে, ভিসার জন্য আবেদন করবেন ক‍‍‍‍র্মী৤  ভিসার নিয়ে ইতালিতে গিয়ে কোম্পানীর সাথে চুক্তি সম্পন্ন করে, কাজের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে ক‍‍র্মীকে৤

আগ্রহী ক‍‍র্মীরা কিভাবে নিয়োগদাতা কোম্পানীর সাথে যোগাযোগ করবেন?:

বাংলাদেশি আগ্রহী কেউ ইতালিতে যেতে চাইলে, নিজের পরিবারের একেবারে বিশ্বস্ত কেউ দেশটির কোনো কেম্পানীতে চাকরিরত থাকলে এবং সেই কোম্পানীতে নতুন ক‍‍র্মী নিয়োগের সুযোগ থাকলে তার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন৤  তবে তৃতীয় পক্ষের সাথে যোগাযোগ বা লেনদেনের ক্ষেত্রে সত‍‍র্কতা অবলস্বনের পরাম‍‍র্শ দিয়েছেন সংশ্লিষ্টরা৤

এবিষয়ে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লুসি ডিক্রির আওতায় নিয়োগ প্রক্রিয়া ইতালির নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে দূতাবাসের কোন সম্পৃক্ততা নেই।”

এবারের ফ্লুসিতে ইতালির অভ্যন্তরের কর্মহীন বা উপযুক্ত কর্মীরা নিয়োগের ক্ষেত্রে প্রথমে সুযোগ পাবেন। এধরনের কর্মীর সংস্থান না হলে কেবল তখনই প্রতিষ্ঠানগুলো ইতালির বাইরে থেকে কর্মী নিয়োগ দেওয়ার আবেদন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com