(ফ্লুসি) গেজেট যার মাধ্যমে কৃষি ভিসায় ইতালিয়ান সরকার বিভিন্ন কোটায় এই বছর ৩০,৮৫০ বিদেশী শ্রমিক নিবে।
৩০,৮৫০ কোটার মধ্যে ১২৮৫০কোটাসংরক্ষিত যারা নন সিজনাল তথা স্থায়ীভাবে ব্যাবসা, নরমাল কাজ, মালবাহি পরিবহন খাত , ইতালিতে কোন কোরস বা প্রশিখন নিতে এসেছেন বা ইতালিতে কাগজ করবেন বা ইউরোপ অন্য দেশ থেকে ইতালিতে সৌজন্য পরিবতন করবেন।
মৌসুমী কাজের জন্য ৪,০৬০ অনুমতি তথা যারা গত বছর ইতালিতে সিজনাল ভিসায় এসেছেন তারা !
অধ্যয়ন, ইন্টার্নশিপ অথবা পেশাদার প্রশিক্ষণের জন্য ১,৫০০ বাসস্থান অনুমতি;
ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য রাষ্ট্র তৃতীয়-দেশের নাগরিকদের জারি করা দীর্ঘমেয়াদী বাসিন্দাদের জন্য ২০০ ইউরোপীয় ইউনিয়নের বাসস্থান অনুমতি।
৩০,৮৫০ কোটার মধ্যে ১৮০০০ কোটা কৃষি ও ট্যুরিস্ট-হোটেল সেক্টরগুলিতে সিজনাল বা অস্তায়ী ভিতিতে যার মধ্যে শুধু কৃষি সেক্টর ৬০০০