শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

ইউরোপের শীর্ষ ডেনমার্কের ৬টা স্কলারশিপ, বিনা খরচে উচ্চ শিক্ষার সুযোগ

  • আপডেট সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডেনমার্কে অনেক স্কলারশিপ রয়েছে, যেগুলোর জন্য কোনো ভাষা পরীক্ষার প্রয়োজন নেই। ডেনমার্ক পড়াশোনার জন্য অনেক সুবিধা দেয়। তাই অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় থাকে ডেনমার্ক। এখানে টিউশন ফি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম।

ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার উপযোগী পরিবেশের জন্য পরিচিত। শক্তিশালী সংস্কৃতি এবং সুন্দর মানুষের সঙ্গে শহরগুলো নিরাপদ এবং থাকার জন্য উপযুক্ত। ২০২৪ সালে আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

১. ডেনিশ সরকারি বৃত্তি

ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ অথবা মৌলিক জীবনযাত্রার খরচ বহন করে। শুধু একাডেমিক কৃতিত্বের ভিত্তিতে বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ডেনমার্ক সরকারি বৃত্তি, সাংস্কৃতিক চুক্তির অধীনে ডেনিশ সরকারি বৃত্তি, ডেনমার্কের বিশ্ববিদ্যালয় ও কলেজে ডেনিশ সরকারি বৃত্তি।

Scholarship Sponsor(s): Danish Government

Scholarship to be taken at: University of Southern Denmark

Scholarship Worth: Full tuition fee waiver and DKK 3000 grant

Number of Awards:  Not specified

Study level: Postgraduate (Masters)

Nationality: International students

Eligibility Criteria | Danish Government Scholarship 2023/2024

To be considered for this scholarship, applicants are to meet the following criteria:

  • Applicants are to note that The best-qualified candidates based on points will be awarded the scholarship. Applicants must ensure that they meet the “Entry requirements” for each programme.
  • All documentation must be available before application deadline, to make sure that your application can be processed.
  • Applicants must be willing to abide by the rules and regulations governing the conducts of students at the University of Denmark.
  • Applicants must demonstrate strong academic and leadership potentials.

Required Documents:

  • Official Bachelor’s transcripts and diploma in English, Danish, Swedish or Norwegian – must include grades and units/credits for each course
  • Course descriptions for the courses on your transcripts
  • Proof of English language proficiency

Application Deadline: February 1st (of Next Year)

https://www.sdu.dk/en/uddannelse/fees_and_funding/scholarships

২. ডেনিস ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রাম

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হলো ইইউ বা ইইএ এবং নন-ইইউ বা ইইএ শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশিপ প্রোগ্রাম।

https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

ইউরোপের সবচেয়ে বড় মাস্টার্স স্কলারশিপ ইরাসমাস মুন্ডাসের আবেদন প্রক্রিয়া

৩. ব্যান্টিং ইন্টারন্যাশনাল পোস্টডক্টরাল ফেলোশিপ

ব্যান্টিং পোস্টডক্টরাল ফেলোশিপ তাঁদের জন্য, যাঁরা গবেষণানির্ভর কর্মজীবনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক এবং গবেষণাভিত্তিক ক্যারিয়ার গড়তে চান। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পোস্টডক্টরালের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। এই ফেলোশিপ ডেনিশ এবং আন্তর্জাতিক—উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

https://banting.fellowships-bourses.gc.ca/en/home-accueil.html

৪. আইটি ইউনিভার্সিটি অব কোপেনহেগেন স্টেট স্কলারশিপ

প্রতিবছর ইইউ এবং ইইএ–এর বাইরে অসামান্য কৃতিত্বের জন্য তিন থেকে চারটি বৃত্তি দেওয়া হয় এমএসসি আবেদনকারীদের। সাধারণত স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে টিউশন, বাসস্থান সুবিধাসহ নানা সুবিধা আছে এই স্কলারশিপে।

HOW TO APPLY

The application deadline is March 1 at 23.59.

The programme specific requirements are different from programme to programme, and thus required application material and documentation are also specific to the individual programme. Therefore, please read carefully under the education you want to apply for.

You can apply from mid-January, and you will receive an answer to your application no later than 10 June. Study start is week 35.

HOW TO DOCUMENT YOUR EDUCATIONAL BACKGROUND

How do I document my qualifying education?

You must upload a copy of your bachelor diploma (in English or one of the Nordic languages), including a transcript of courses and a transcript of your grades, or a preliminary transcript of your grades if you are taking your qualifying education at a Danish institution. If you are taking a foreign qualifying education, you must also send documentation for expected completion.

What if my qualifying education is a combination of several educations?

If your qualifying education is a combination of several educations, you will have to send a diploma and transcript of your grades for each separate education. A combined education could for example be a multimedia design or a computer science education as top-up degrees from a bachelor’s degree.

https://en.itu.dk/Programmes/MSc-Programmes/Applying-to-a-MSc-Programme

৫. আরহাস ইউনিভার্সিটি পিএইচডি ফেলোশিপ ইন ডেনমার্ক

বিশ্ববিদ্যালয়টি ৩০টি সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি এবং ফেলোশিপ দেয়। আরহাস ইউনিভার্সিটির স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে গবেষণা এবং ফেলোশিপের জন্য বেশ কিছু প্রণোদনা বরাদ্দ থাকে। এ বরাদ্ধ দেওয়া হয় পিএইচডি শিক্ষার্থীদের।

How to apply

Application form

It is important that you read the actual call, the application guide before you fill out the application form.

You can find the link for the application form in each call (both Open call and Specific calls). See the section in the call named “Application” in the relevant call.

Guideline for the application form

In the application guide you will find the answers to 99% of your questions. Please read the guide before you contact the PhD administration.

Mandatory attachments

If your application is missing one or more of the mandatory attachments your application will be rejected without assessment.

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com