শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

ইউরোপ-আমেরিকার টিকিটে বড় ছাড় দিলো এমিরেটস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গন্তব্যের রিটার্ন টিকিটের মূল্যে ছাড় দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স।

বুধবার (২১ জুন) এমিরেটস বাংলাদেশ জানায়, ইকোনমি শ্রেণির টিকিটের এ অফারটি প্রযোজ্য। বাংলাদেশের যাত্রীরা এমিরেটসের ওয়েবসাইট থেকে সরাসরি (emirates.com/bd)-এ ৩০ জুনের মধ্যে ছাড়ে টিকিট কিনতে পারবেন। আর ওই টিকিট দিয়ে ঘুরা যাবে ২০২৩ সালের জুনের ৩১ আগস্ট পর্যন্ত।

এমিরেটস জানায়, সব ধরনের ট্যাক্স ও টিকিটের মূল্যে ছাড় দেওয়ার পর ঢাকা থেকে ইকোনমি ক্লাসে দুবাইয়ের ভাড়া ধরা হয়েছে ৭১৫ মার্কিন ডলার, তুরস্কের ইস্তাম্বুল ৯৩৭ ডলার, ইতালির রোম ৯০৬ মার্কিন ডলার, মিলান ৯২৬ মার্কিন ডলার, প্যারিস ১০৭৯ মার্কিন ডলার, যুক্তরাজ্যের ম্যানচেস্টার ১০০৫ মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ১২০৫ মার্কিন ডলার, কানাডার মন্ট্রিয়াল ১৮৩১ ও টরন্টো ১৭৩৫ মার্কিন ডলার।

দুবাই রুট ছাড়া অন্যান্য ফ্লাইটগুলো দুবাইয়ে ট্রানজিট হয়ে অন্যান্য গন্তব্যে যাবে দুই ঈদ, বড় উৎসব ও টানা ছুটির মতো ব্ল্যাক আউট সময়সীমার মধ্যে এ ছাড় পাওয়া যাবে না বলে জানিয়েছে এমিরেটস।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সাহায্যে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১২০টির অধিক গন্তব্যে ভ্রমণের জন্য দুবাই থেকে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com