শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

ইইউতে ২০১৫ সালের পর সবচেয়ে বেশি অনিয়মিত প্রবেশ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

চলতি বছরের প্রথম দশমাসে তিন লাখ ৩১ হাজার ছয়শ মানুষ অনিয়মিত পথে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফ্রন্টেক্স৷ ২০১৫ সাল থেকে এখন অবধি একই সময়ে এটাই সর্বোচ্চ অনিয়মিত প্রবেশ বলে জানিয়েছে ইইউ সীমান্ত সুরক্ষা সংস্থাটি৷

শুধু অক্টোবর মাসেই ফ্রন্টেক্স অনিয়মিত প্রবেশের ৪৯ হাজার ছয়শটি চেষ্টা নথিভুক্ত করেছে৷ গতবছরের একই সময়ের তুলনায় প্রবেশের এই হার ১৮ শতাংশ বেশি৷

মূলত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে আসা এই আশ্রয়প্রত্যাশীরা কোন কোন পথে ইউরোপে প্রবেশ করেছেন সেই তথ্যও জানিয়েছে ফ্রন্টেক্স৷

মরক্কো, সেনেগাল এবং পশ্চিম সাহার থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর অনিয়মিত পথটি ‘‘ওয়েস্ট আফ্রিকা রুট’’ হিসেবে পরিচিত৷ এই পথে আগমনের সংখ্যা ২০০৯ সালের পর প্রতিবছর দ্বিগুণ হারে বাড়তে বাড়তে চলতি বছর ২৭ হাজার সাতশতে পৌঁছেছে৷

তবে সবচেয়ে বেশিসংখ্যক আশ্রয়প্রার্থী লিবিয়া ও টিউনিশিয়া থেকে সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সিসিলি এবং মাল্টায় আসছেন৷ চলতি বছর এই পথে এক লাখ ৪৩ হাজার ছয়শ অনিয়মিত প্রবেশের চেষ্টা নথিভুক্ত করেছে ফ্রন্টেক্স৷

তবে, অক্টোবর মাসে এই অনিয়মিত পথে আগমনের হার আগের মাসের তুলনায় অর্ধেক বলেও জানিয়েছে সংস্থাটি৷

‘‘সমুদ্রপথে ভয়াবহ ঝুঁকি রয়ে গেছে৷ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) হিসেবে চলতি বছর ভূমধ্যসাগরে দুই হাজার ৪৬৮ জন নিখোঁজ হয়েছেন, যাদের অধিকাংশই সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছিলেন,’’ বলেছে ফ্রন্টেক্স৷

অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের পথ হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘‘ওয়েস্ট বালকান রুট’’৷ এই পথে চলতি বছর এখন অবধি ৯৭ হাজার তিনশ মানুষ ইইউতে প্রবেশ করেছেন৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com