শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

আরটিভিতে একাধিক পদে চাকরির সুযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি বা অনলাইনে আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র রিপোর্টার। আবেদনের যোগ্যতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।

পদের নাম : সহকারী প্রযোজক (বার্তা)। আবেদনের যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়নে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইলেক্ট্রনিক মিডিয়ায় ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। টকশো, ডকুমেন্টরিসহ কারেন্ট অ্যাফেয়ার্স সংশ্লিষ্ট অনুষ্ঠান নির্মাণের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : প্রযোজনা নির্বাহী (বার্তা)। আবেদনের যোগ্যতা : গণযোগাযোগ ও সাংবাদিকতা, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়নে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষার বানান ও উচ্চারণবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে তথ্যানুসন্ধান, গবেষণা, বিশ্লেষণ এবং টিভি অনুষ্ঠান নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে।

পদের নাম : নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)। আবেদনের যোগ্যতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় তিন বছর অথবা প্রিন্ট-অনলাইন মিডিয়ায় চার বছর কাজের অভিজ্ঞতা। দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে জ্ঞান। বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।

পদের নাম : নিউজরুম এডিটর (টিকার)। আবেদনের যোগ্যতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় দুই বছর অথবা প্রিন্ট-অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা। বাংলা বানানরীতি সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।

পদের নাম : বিজনেস রিপোর্টার। আবেদনের যোগ্যতা : সংশ্লিষ্ট বিটে ইলেক্ট্রনিক মিডিয়ায় তিন বছর অথবা প্রিন্ট -অনলাইন মিডিয়ায় ৪ বছর কাজের অভিজ্ঞতা। দেশীয় ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।

পদের নাম : নিউজরুম এডিটর (ইন্টারন্যাশনাল)। আবেদনের যোগ্যতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় তিন বছর অথবা প্রিন্ট-অনলাইন মিডিয়ায় চার বছর কাজের অভিজ্ঞতা। বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং ঘটনাপ্রবাহ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।

পদের নাম : স্পোর্টস রিপোর্টার। আবেদনের যোগ্যতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় তিন বছর অথবা অনলাইন-প্রিন্ট মিডিয়ায় চার বছর সংশ্লিষ্ট বিটে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রীড়াবিষয়ক সংবাদ সংগ্রহ, লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।

পদের নাম : সিটি রিপোর্টার (উত্তরা)। আবেদনের যোগ্যতা : ইলেক্ট্রনিক মিডিয়ায় দুই বছর, অথবা প্রিন্ট-অনলাইন মিডিয়ায় তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা পরিচালনায় পারদর্শী হতে হবে। ভিডিও এডিটিংয়ের জ্ঞান থাকতে হবে। নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা শুদ্ধ উচ্চারণে পারদর্শী এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।

এছাড়াও প্রতিটি পদের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক। কর্মস্থল : ঢাকা।

বেতন : আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫। ই-মেইল : [email protected]

আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল, ২০২৩

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com