আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর এম. মাহমুদ খান
ইউনিভার্সিটি অব জর্জিয়ার কলেজ অব পাবলিক হেলথের হেলথ পলিসি এন্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড এবং জন.এ.ড্রু প্রফেসর এম. মাহমুদ খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে থিয়োরেটিকেল ইকোনমিক্সে এমএসএস করেন। পরে ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে এমএ করে ১৯৮৮ সালে একই ইউনিভার্সিটির ফুড রিসার্চ ইন্সটিটিউট থেকে এ্যাপলাইড ইকোনমিক্সে পিএইচডি করেন।
প্রফেসর মাহমুদ খান গত ৩০ বছর ধরে বিভিন্ন জরুরী বিষয়ে পড়ালেখায় এবং পড়ানোয় নিজেকে জড়িত রেখেছেন। যেমন ভ্যাকসিন আপডেট, ভ্যাকসিন হেজিটেন্সি, হেলথ কেয়ার সার্ভিসের খরচ, বিকল্প হেলথ ইন্টারভেনশনের অর্থনৈতিক ইভাল্যুশন, টেকনোলজি এসেসমেন্ট, অসুস্থতার মূল্য, হসপিটাল ইফিয়েন্সি। আর এই কাজগুলো তিনি করেছেন পৃথিবীর ২০টিরও বেশি দেশে।
প্রফেসর আখলাক হক
দ্য ইউনিভার্সিটি অব এলাবামা এ্যাট বার্মিংহ্যামের কলেজ অব আর্টস এন্ড সাইন্সেসের ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সাইন্স এন্ড পাবলিক এডমিনিস্ট্রেশনের প্রফেসর আখলাক হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্সসহ বিএস করেন। পরে ওহাইেয়োর ক্লিবল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এমএ এবং একই ইউনিভার্সিটি থেকে আরবান এন্ড পাবলিক এ্যাফেয়ার্সে পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ইনফর্মেশন ম্যানেজমেন্ট, সাইভাইল্যান্ড এন্ড ডেমোক্রেসি, বিগ ড্যাটা, জিআইএস এবং পাবলিক এফেয়ার্স, আরবান ইকোনমিক ডেভেলপমেন্ট, ই—গভর্নমেন্ট এপ্লিকেশন।
ড. ওমর ফারুক
ফ্লোরিডা এএন্ডএম ইউনিভার্সিটি—ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংএর ইলেকট্রিকেল এন্ড কম্পু্যটার ইঞ্জিনিয়ারিংএর এসোসিয়েট প্রফেসর এবং ইসিই ডিপার্টমেন্টের গ্রাজুয়েট ডিরেক্টর ড. ওমর ফারুক। তিনি চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ১৯৯৩ সালে বিএসসি, ইং করেন। ১৯৯৯ সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয় থেকে এমইং.এসসি. করে ক্যানাডায় চলে আসেন। সেখানে ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পাওয়ার ইঞ্জিনিয়ারিংএ পিএইচডি করেন।