রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

আমেরিকায় বৃত্তি, আইইএলটিএসে থাকতে হবে ৭ স্কোর

  • আপডেট সময় বুধবার, ১৭ মে, ২০২৩

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাস্টিস্ট্যান্ট (এফএলটিএ) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করেছে আমেরিকা। এফএলটিএ প্রোগ্রামের আওতায় আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানোর জন্য শিক্ষকদের একটি বৃত্তি দেওয়া হবে। এর মধ্য দিয়ে শিক্ষকদের দক্ষতা বা কুশলতা, ইংরেজি ভাষার দক্ষতা ও তাঁদের জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমেরিকার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় এই ফুলব্রাইট প্রোগ্রাম পরিচালনা করছে।

ফুলব্রাইট এফএলটিএ পোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা আমেরিকান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষার শেখাবেন। ফেলো এবং তাঁদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে।

ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্সে করবেন। এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের। ২০০৬ সাল থেকে প্রায় ৫০ জন বাংলাদেশি শিক্ষাবিদ এই মর্যাদাপূর্ণ শিক্ষা বিনিময়ে অংশগ্রহণ করেছেন।

ফুলব্রাইট এ বৃত্তির আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের

* বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

* বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

* ইংরেজিতে পারদর্শী হতে হবে

* টোফেলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে

*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে

আবেদন পদ্ধতি
* অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;

* একাডেমিক নম্বরপত্র;

* তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন;

* একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)

* টোফেল/আইইএলটিএসের স্কোরের সনদ

আবেদনের বিস্তারিত দেখুন এখানে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com