শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

আমেরিকাতে স্টুডেন্ট ভিসা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় জানুয়ারি ইনটেক ২০২৫ এ Apply করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে।
১. ইউনিভার্সিটি সিলেকশন: State/Public ইউনিভার্সিটি এর ডেডলাইন যেহেতু আগে শেষ হয় এবং competition ও বেশি থাকে, সেহেতু Profile অনুযায়ী suitable university সিলেকশন এ option বেশি রাখার জন্য যথেষ্ট সময় হাতে রাখতে হয়।
২. অফার লেটার/I-20: State/Public ইউনিভার্সিটি এর অফার লেটার/I-20 ফিডব্যাক আসতে মিনিমাম ১/১.৫ মাস কখনো তার চেয়েও বেশি সময় লাগে।
৩. এম্ব্যাসি ডেট: আমেরিকাতে Apply করার ক্ষেত্রে এখন প্রধান সমস্যা এম্ব্যাসি ডেট পাওয়া। ইনটেক এর আগে ডেট কনফার্ম করতে হলে অবশ্যই সময় হাতে রেখে Apply করতে হবে।
৪. ইন্টারভিউ প্রস্তুতি: আমেরিকা ভিসা অ্যাপ্রভাল যেহেতু ইন্টারভিউ ভিত্তিক, ইন্টারভিউ এর জন্য নিজেকে প্রস্তুত করতে যথেষ্ট সময় দিতে হবে।
এই বিষয় গুলো মাথায় রেখে কমপক্ষে ৫/৬ মাস সময় হাতে নিয়ে Apply Processing শুরু করতে হবে।
Application fees – ২/৩ ইউনিভার্সিটি ( depend on ইউনিভার্সিটি)
Foreign Transcript Evaluation/ WES
Embassy Fee- 185 USD
SEVIS Fee – 350 USD
এভারেজ ৯০হাজার – ১লাখ টাকা বাজেট রাখলেই এম্ব্যাসি পর্যন্ত ফেস করা যায়।
1. Passport
2. Photo
3. All Academic Certificates and Transcripts
4. English Proficiency (MOI/IELTS/ Duolingo/PTE/GRE/CPE)
এই সকল ডকুমেন্টস হলেই Apply করতে পারবেন।
* কোনো English Proficiency নেই
* IELTS – 5/5.5
* Long Study gap
Scholarship সহ State/Public ইউনিভার্সিটিতে ১০০% Admission confirm করে দিতে পারবো।
এছাড়া আপনি চাইলে নিজেই Apply করতে পারেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com