শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

আমেরিকা ভিজিট ভিসা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
Статуя Свободы в США - фото (Statue of Liberty in the United States - photos) - https://to-name.ru/historical-events/usa.htm
বর্তমানে আমেরিকা ভিজিট ভিসার সাফল্যের হার ২০১৯ থেকে ২০২৩ সালে গড়ে ৫৬.৩৪%, যুক্তরাজ্যে ভিজিট ভিসার সাফল্যের হার ২০১৯ থেকে ২০২৩ সালে গড়ে ৮৫% থেকে ৯০%, এছাড়াও ইউরোপের ভিজিট ভিসার সাফল্যের হার ২০১৯ থেকে ২০২৩ সালে গড়ে ৭৫% থেকে ৮০% এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কিসের জন্য অ্যাপ্লাই করবেন।
আপনি যদি আমেরিকার ঐতিহাসিক স্থান পরিদর্শন, মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ, প্রিয়জনদের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেন, অথবা বিজনেস প্রয়োজনে যেতে চান তাহলে আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) আপনার স্বপ্নকে বাস্তবায়নে সাহায্য করতে পারে!
আমরা আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) প্রসেসিং এর ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। যেমনঃ-
👉 DS-160 ফর্ম সঠিক ও সুন্দর ভাবে পূরণ করে দিবো।
👉 ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দিয়ে পুরোপুরি তৈরী করবো।
👉 ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তার সঠিক গাইড লাইন দিবো।
👉 প্রয়োজনে ইন্টারভিউ ডেট রিশিডিউল করে এগিয়ে নিয়ে আসবো।
🔴এম্বাসি ফী জমা দেয়ার জন্য যা যা লাগবেঃ
👉 পাসপোর্টের ইনফরমেশন পেজ এর ছবি
👉 ১টি ইমেইল এড্রেস
👉 ২টি ফোন নাম্বার
এই ৩টি ইনফরমেশন দিলে এম্বাসি ফী টি জমা দিতে পারবেন।
🔴আবেদন করার জন্য আপনার যা প্রয়োজনঃ-
👉 পাসপোর্টের ইনফরমেশন পেজ এর কপি
👉 ছবি সফট কপি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (ই-মেইলে দিতে হবে)
👉 জাতীয় পরিচয়পত্র ।
👉 মা বাবার নাম ও জন্মতারিখ।
👉 বিবাহিত হলে স্বামী/স্ত্রীর নাম ও জন্ম তারিখ এবং জন্মস্থান।
👉 আপনি চাকরিজীবী/ব্যবসায়ি হলে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা,পদবী এবং ফোন নাম্বার।
👉 শিক্ষাগত যোগ্যতা শেষ যে পর্যন্ত লেখা পড়া করেছেন- শুধু প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শুরুর ও পাশের তারিখ।
👉 যে সকল দেশ ভ্রমণ করেছেন সে সকল দেশের নাম।
👉 ইউএসএ কোন রিলেটিভ/ফ্রেন্ডস থাকলে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস
👉 আপনার সাথে অন্য কেউ যেতে চাইলে তার তথ্য।
পুরো চেকলিস্টটি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন।
🔴আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ-
👉 ভিজিট ভিসা
👉 মেডিকেল ভিসা
👉 বিজনেস ভিসা
👉 ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ
🔴শেষ কথা:
আমেরিকার টুরিস্ট ভিসা পাওয়া কঠিন না, তবে সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com