স্যাটেলাইটটি তৈরির বেশির ভাগ কাজ করা হয়েছিল ইউনিভার্সিটি অব কলোরাডোর ল্যাবরেটরি ফর অ্যাটমোস্ফেরিক অ্যান্ড স্পেস ফিজিকসে। তবে দুবাইয়ের মোহাম্মদ বিন-রশিদ স্পেস সেন্টারেও উল্লেখযোগ্য কিছু কাজ হয়েছিল। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, একজন আরব নারী এ রকম একটি মহাকাশ অভিযানের নেতৃত্বে রয়েছেন। তার নাম সারাহ আল-আমিরি।