সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি, যিনি পেশায় একজন সাধারণ দর্জি, জীবনের প্রথম টিকিটেই বিলিনিয়র হয়ে গেছেন।
‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা) জিতে রাতারাতি তার ভাগ্য বদলে গেছে। বিজয়ী এই বাংলাদেশির নাম সবুজ মিয়া।
কোনও দল বা শেয়ারে নয়, সম্পূর্ণ এককভাবে টিকিটটি কেনেন তিনি, এবং সাফল্য আসে তার হাত ধরেই।
টিকিট নম্বর ১৯৪৫৬০ দিয়ে লটারি জেতেন ৩৬ বছর বয়সী সবুজ মিয়া, যিনি গত ১৮ বছর ধরে দুবাইয়ে দর্জির কাজ করছেন। পরিবারের পাশে থাকার স্বপ্ন নিয়ে একা প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করেছেন তিনি। অবশেষে, জীবনের প্রথম লটারি টিকিটেই তিনি জিতে নিলেন বিশাল অঙ্কের এই পুরস্কার।
সবুজ মিয়া জানান, “আমি একজন সাধারণ দর্জি, যার বেতন খুবই কম। এই জয় আমার পরিবারের ভবিষ্যত পুরোপুরি বদলে দিতে পারে। আমার এখনও বিশ্বাসই হচ্ছে না যে আমি সত্যিই জিতেছি!”
২৯ জুলাই অনুষ্ঠিত হয় বিগ টিকিটের গ্র্যান্ড প্রাইজ ড্র। ড্রয়ের কয়েকদিন আগে আবুধাবিতে গিয়ে নিজেই দোকান থেকে একা টিকিটটি কিনেছিলেন সবুজ। কোনও দল বা শেয়ারে নয়, সম্পূর্ণ এককভাবে টিকিটটি কেনেন তিনি, এবং সাফল্য আসে তার হাত ধরেই।
বন্ধুদের কথায় অনুপ্রাণিত হয়ে প্রথমবারের মতো টিকিট কেনার সিদ্ধান্ত নেন তিনি। “আমি প্রায়ই চারপাশের বন্ধুদের কাছ থেকে বিগ টিকিট সম্পর্কে শুনতাম। হঠাৎ করেই ভাবলাম, একটা চেষ্টা করি। আর সে চেষ্টাই আজ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে,” বললেন সবুজ।
পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সবুজ বলেন, “আমি আগে আমার পরিবারের সঙ্গে কথা বলতে চাই। তারপরই পরিকল্পনা করব কীভাবে এই অর্থ খরচ করব। আপাতত আমি শুধু কৃতজ্ঞ, আনন্দিত।”