রমজান মাসে ভিক্ষা করার দায়ে পাঁচ হাজার দিরহাম জরিমানা ও তিন মাস জেলের বিধান রয়েছে আরব আমিরাতে। দেশটিতে এমনিতেই ভিক্ষাবৃত্তি একেবারেই নিষিদ্ধ। তারপরও এশিয়ান একশ্রেণীর লোক ভিসিট ভিসায় এসে ভিক্ষাবৃত্তি করে যাচ্ছে নির্দ্বিধায়-নির্বিঘ্নে। যা একেবারেই পছন্দ করেন না আরব আমিরাতের নাগরিক ও পুলিশ প্রশাসন।
বিশেষ করে পবিত্র মাহে রমজানকে পুঁজি করে ভিজিট ভিসায় এসে এ ভিক্ষাবৃত্তি বেশি করা হচ্ছে বলে পুলিশ প্রশাসনের নজরে আসে। এর ফলে ভিক্ষুকদের জন্য সতর্কতা জারি করে এ বিধান করা হয়। এতে কেউ ভিক্ষাবৃত্তি করলে আর তা হাতেনাতে ধরতে পরলে ওই ভিক্ষুককে গুণতে হবে পাঁচ হাজার দিরহাম জরিমানা ও তিন মাসের জেল। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকা।
দেশটির ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন সতর্কতা জারি করে জোর দিয়ে বলেছে দেশটিতে ভিক্ষা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই ভিক্ষাবৃত্তির দায়ে কাকেও হাতেনাতে ধরতে পারলে তাদেরকে জরিমানাসহ কঠিন শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন।