সুদূর মরুপ্রান্তরে, জীবিকার টানে যারা পাড়ি দিয়েছেন হাজার মাইল দূরের দেশ সংযুক্ত আরব আমিরাতে, তাদের জন্য বাংলা নতুন বছর মানে শুধুই একটি দিন নয় — এটি যেন হৃদয়ের গভীরে লুকানো শিকড়ে ফিরে যাওয়া, স্মৃতির উঠোনে বসে এক কাপ চায়ের পাশে মায়ের হাসি খোঁজার নাম।
এ প্রবাস জীবনের ক্লান্তি আর দেশাত্মবোধের টানে বাংলা নববর্ষের পহেলা বৈশাখের দিনটিকে ঘিরে রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস রচনা করেছে এক বর্ণাঢ্য ও হৃদয়স্পর্শী আয়োজন।
শনিবার শেখ জায়েদ বাংলাদেশ ইসলামি স্কুলের প্রাঙ্গণ যেন মুহূর্তেই রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে।
রাষ্ট্রদূত তারেক আহমেদ ও তাঁর সহধর্মিণীর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হওয়া এই মেলা যেন হয়ে উঠেছিল প্রবাসী জীবনের ক্ষণিক আনন্দের ফোয়ারা।
রঙিন শাড়ি-পাঞ্জাবি, শিশুর কণ্ঠে আবৃত্তি, দেশীয় পিঠা-পায়েসের সুবাস, আর বাঙালির প্রাণের গান—সব মিলিয়ে যেন এক চিত্রপট, যার প্রতিটি রঙেই মিশে আছে গভীর ভালোবাসা, চিরন্তন টান।
দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রবাসীরা নিজেদের রঙে, কৃষ্টিতে, ঐতিহ্যে রাঙিয়ে নিয়েছেন এ উৎসব। মেলার ষোলোটি স্টলে বসেছিল পান্তা-ইলিশ থেকে শুরু করে জিলাপি-রসমালাই, চিতই-পিঠা থেকে শুরু করে সমুচা-সিঙ্গারা—প্রতিটি পদেই যেন গৃহমাটির স্বাদ।
সাংস্কৃতিক পরিবেশনা ছিল অনুষ্ঠানের প্রাণ। কবিতা, গান, আবৃত্তি, আর বাঙালি সংস্কৃতির গর্বগাথা তুলে ধরা হয়েছে শিশু-কিশোর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্তর্জাতিক অতিথিদের অংশগ্রহণে।
এই উৎসব কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল ভালোবাসা, ঐক্য ও আত্মপরিচয়ের প্রকাশ। দেশ থেকে দূরে থেকেও প্রবাসীরা এভাবেই ধরে রাখেন বাংলার প্রাণ, বাংলার সংস্কৃতি।