শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

আবুধাবি হতে পারে আপনার স্বপ্নের হানিমুন ডেস্টিনেশন

  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

হানিমুন মানে দজনে একসঙ্গে কোথাও কাটানো। যার মাধ্যমে একে অন্যকে নতুন করে চেনা ও জানা। তাইতো সদ্য বিবাহিত দম্পতির মনে এই নিয়ে থাকে কতইনা জল্পনা আর কল্পনা। যে কারনে কে না চায় হানিমুনকে আরো স্পেশাল করে তুলতে। আবুধাবি হতে পারে আপনার স্বপ্নের হানিমুন ডেস্টিনেশন। আপনার এই রোমান্টিক ট্যুরকে আরো আকর্ষনীয় করে তুলুন আবুধাবির লাক্সারিয়াস হোটেল বা রিসোর্টে। দুর্দান্ত ট্যুরিষ্ট স্পট, দেশি বিদেশি নানা ধরনের খাদ্য ও পানীয় বিপুল আয়োজন এছাড়া রয়েছে অ্যাভেঞ্চার স্পোর্টসের আয়োজন। এখানে আধুনিক ও মেট্রোপলিটান লাইফ স্টাইলের পরশ পাবেন।

নির্জন বীচ, আর ধুধু মরু প্রান্তর আধুনিক পরিবারবর্গের নানা ধরনের অ্যাডভেঞ্চারের সুযোগ আবুধাবির প্রতিটি দিন যেন উপহার দেয় নতুন কিছু।

এবার যেতে পারেন শহর থেকে ৮ কি.মি দূরে বারনিশ। বালির উপর অলস পা ফেলতে ফেলতে উপভোগ করুন সুন্দর বাসান, খেলার মাঠ আর জাগি এরিয়া। সারাবছর এখানে দেশি বিদেশী ট্যুরিস্ট ভিড় করে এবং অন্যরকম অভিজ্ঞতার জন্য ট্রাই করতে পারেন স্কুভা ডাইভিং, ওয়াটার, স্কিয়িং, সেইলিং এবং ডি সি ফিসিং। সঙ্গীর সাথে একান্ত আলাপচারিতায় মেতে উঠুন ক্রডোর রোমান্টিক ডিনারে। একটা দিন অবশ্যই বরাদ্দ রাখুন আবুধাবির রিজুভেনেটিং জন্য।

ঘুরে দেখুন আবুধাবির অন্যতম আকর্ষণ ইয়াস আইল্যান্ড। এখানে রয়েছে ওয়ার্ল্ড আবুধাবি পৃথিবীর বৃহত্তম ইনডোর থিম পার্ক এবং ওয়াটার ওয়ার্ল্ড অ্যাকোয়া পার্ক। এছাড়াও এখানে রয়েছে ইয়াস এলংক্স গল্ফ কোর্স, ইয়াস বিচ। ইয়াস মেরিন সার্কিটে ডাইভিং এর সুযোগ রয়েছে। এখানে রয়েছে আবুধাবির বৃহত্তম শপিং মল। এতে কোন সন্দেহ নেই যে এই মল কাপলদের পছন্দের তালিকায় শীর্ষেই থাকবে।

যে দিকেই চোখ যায়, চারিদিকে শুধুই ধুধু বালিরাশি উপরে নীল আকাশের বুকে শুভ্র মেঘের টুকরো। তাইতো রূক্ষতার মধ্যেও সুন্দর আবুধাবি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নির্যনতা উপভোগের করুন আপনার সঙ্গীর সাথে।

লিওয়া মরুভূমির বালিয়ারির ভিড়েই হঠাৎ খুজে পাবেন আপন তারার রাজকীয় রিসোর্ট বা বাসর আল সরর অর্থ মরিচীকা। হানিমুন কাপলদের জন্য এক কথায় আদর্শ এই রিসোর্ট। এখানে কাপলদের প্রাইভেট ভিলায় থাকার সুযোগ রয়েছে। ভিলাতে রয়েছে প্লাঞ্জপুল এবং লাক্সারিয়াস হাম্মাম স্পা। এ্যাডভেঞ্চারের শপ থাকলে মরুভূমি উপভোগ করুন। বালিয়ারিয় মধ্যে দিয়ে হর্স রাইন্ডিং। উপভোগ করুন বাজপাখী ও স্থানীয় সালুকি পাখীর শো।

সবকিছু ছেড়ে প্রকৃতির নির্জনতায় ডুবে যেতে চাইলে আসুন অ্যাবারিয়ান নাইটস ভিলেজ। ট্রাডিশন আর কমফোর্ট, মিলে মিশে একাকার। তবে নির্জনতা এখানে শুধু শব্দের এটি ডিজিটাল ফ্রি জোন ফলে টিভি বা ইন্টারনেট কানেকশন পাবেন না। মনোরম বিচ, লাক্সারিয়াস হোটেল, নানা ধরনের খাবার, ডায়নামিক আর আববীয় সংস্কৃতি সব মিলিয়ে আবুধাবি আপনার চিরস্মরনীয় হয়ে থাকবে।

হানিমুন (বিদেশ) আবুধাবি হানিমুন বা মধুচন্দ্রিমা। হানিমুন মানে দজনে একসঙ্গে কোথাও কাটানো। যার মাধ্যমে একে অন্যকে নতুন করে চেনা ও জানা। তাইতো সদ্য বিবাহিত দম্পতির মনে এই নিয়ে থাকে কতইনা জল্পনা আর কল্পনা। যে কারনে কে না চায় হানিমুনকে আরো স্পেশাল করে তুলতে। আবুধাবি হতে পারে আপনার স্বপ্নের হানিমুন ডেস্টিনেশন। আপনার এই রোমান্টিক ট্যুরকে আরো আকর্ষনীয় করে তুলুন আবুধাবির লাক্সারিয়াস হোটেল বা রিসোর্টে। দুর্দান্ত ট্যুরিষ্ট স্পট, দেশি বিদেশি নানা ধরনের খাদ্য ও পানীয় বিপুল আয়োজন এছাড়া রয়েছে অ্যাভেঞ্চার স্পোর্টসের আয়োজন। এখানে আধুনিক ও মেট্রোপলিটান লাইফ স্টাইলের পরশ পাবেন।

নির্জন বীচ, আর ধুধু মরু প্রান্তর আধুনিক পরিবারবর্গের নানা ধরনের অ্যাডভেঞ্চারের সুযোগ আবুধাবির প্রতিটি দিন যেন উপহার দেয় নতুন কিছু।

এবার যেতে পারেন শহর থেকে ৮ কি.মি দূরে বারনিশ। বালির উপর অলস পা ফেলতে ফেলতে উপভোগ করুন সুন্দর বাসান, খেলার মাঠ আর জাগি এরিয়া। সারাবছর এখানে দেশি বিদেশী ট্যুরিস্ট ভিড় করে এবং অন্যরকম অভিজ্ঞতার জন্য ট্রাই করতে পারেন স্কুভা ডাইভিং, ওয়াটার, স্কিয়িং, সেইলিং এবং ডি সি ফিসিং। সঙ্গীর সাথে একান্ত আলাপচারিতায় মেতে উঠুন ক্রডোর রোমান্টিক ডিনারে। একটা দিন অবশ্যই বরাদ্দ রাখুন আবুধাবির রিজুভেনেটিং জন্য।

ঘুরে দেখুন আবুধাবির অন্যতম আকর্ষণ ইয়াস আইল্যান্ড। এখানে রয়েছে ওয়ার্ল্ড আবুধাবি পৃথিবীর বৃহত্তম ইনডোর থিম পার্ক এবং ওয়াটার ওয়ার্ল্ড অ্যাকোয়া পার্ক। এছাড়াও এখানে রয়েছে ইয়াস এলংক্স গল্ফ কোর্স, ইয়াস বিচ। ইয়াস মেরিন সার্কিটে ডাইভিং এর সুযোগ রয়েছে। এখানে রয়েছে আবুধাবির বৃহত্তম শপিং মল। এতে কোন সন্দেহ নেই যে এই মল কাপলদের পছন্দের তালিকায় শীর্ষেই থাকবে।

যে দিকেই চোখ যায়, চারিদিকে শুধুই ধুধু বালিরাশি উপরে নীল আকাশের বুকে শুভ্র মেঘের টুকরো। তাইতো রূক্ষতার মধ্যেও সুন্দর আবুধাবি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নির্যনতা উপভোগের করুন আপনার সঙ্গীর সাথে।

লিওয়া মরুভূমির বালিয়ারির ভিড়েই হঠাৎ খুজে পাবেন আপন তারার রাজকীয় রিসোর্ট বা বাসর আল সরর অর্থ মরিচীকা। হানিমুন কাপলদের জন্য এক কথায় আদর্শ এই রিসোর্ট। এখানে কাপলদের প্রাইভেট ভিলায় থাকার সুযোগ রয়েছে। ভিলাতে রয়েছে প্লাঞ্জপুল এবং লাক্সারিয়াস হাম্মাম স্পা। এ্যাডভেঞ্চারের শপ থাকলে মরুভূমি উপভোগ করুন। বালিয়ারিয় মধ্যে দিয়ে হর্স রাইন্ডিং। উপভোগ করুন বাজপাখী ও স্থানীয় সালুকি পাখীর শো।

সবকিছু ছেড়ে প্রকৃতির নির্জনতায় ডুবে যেতে চাইলে আসুন অ্যাবারিয়ান নাইটস ভিলেজ। ট্রাডিশন আর কমফোর্ট, মিলে মিশে একাকার। তবে নির্জনতা এখানে শুধু শব্দের এটি ডিজিটাল ফ্রি জোন ফলে টিভি বা ইন্টারনেট কানেকশন পাবেন না। মনোরম বিচ, লাক্সারিয়াস হোটেল, নানা ধরনের খাবার, ডায়নামিক আর আববীয় সংস্কৃতি সব মিলিয়ে আবুধাবি আপনার চিরস্মরনীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com