শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

আপনিও মহাকাশে ঘুরতে যেতে পারেন

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

এর পর আর সাত সমুদ্র তেরো নদী পার করে বিদেশ বিভুঁইয়ে নয়, ঘুরতে যাওয়া যাবে মহাকাশেও। তেমনটাই জানালেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ২০৩০ সালের মধ্যেই মহাকাশে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন যে, ভারত ‘স্পেস ট্যুরিজম’ নিয়ে যে পরিকল্পনা করেছিল, তা অনেকটাই এগিয়েছে। এমনকি, মহাকাশ ভ্রমণ করার জন্য টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে।

সোমনাথ বলেন, ‘‘এখন সকলেই নিজেদের মহাকাশচারী হিসাবে পরিচয় দিতে পারবেন। স্পেস ট্যুরিজম নিয়ে কাজ পরিকল্পনামাফিক অনেকটাই এগিয়ে গিয়েছে। বিশ্বে ব্লু অরিজিন, ভার্জিন গ্যালাকটিক যে সংস্থাগুলি মহাকাশে ভ্রমণ করায়, সেই সাপেক্ষে টিকিটের মূল্য নির্ধারণও করা হয়েছে। একটি টিকিটের দাম ৬ কোটি টাকার কাছাকাছি রাখা হবে বলে আপাতত ঠিক করা হয়েছে।’’

যদিও ইসরোর প্রধান এখনও জানাননি যে, সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় রকেটে করে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। তবে অনুমান করা হচ্ছে যে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে ৪০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত রকেটটি নিয়ে যাওয়া হতে পারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com