আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস নেদারল্যান্ডস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ ডেভেলপমেন্ট সেক্টরে অত্যধিক জানাশোনা থাকতে হবে। কৌশলগত নেতৃত্বের পদে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট সাইকেলে দক্ষ, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অভিজ্ঞ ও দল পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বহুজাতিক কোনো প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, সরকারি সংস্থা বা ইউএন এজেন্সিতে চাইল্ড প্রোটেকশন প্রোগ্রাম, সেক্সুয়াল এক্সপ্লোয়টেশন অব চিলড্রেন, চাইল্ড লেবার বা হিউম্যানিটারিয়ান অ্যাকশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা। তবে ৬০ শতাংশ অফিসে সরাসরি ও ৪০ শতাংশ সময় হোম অফিসের সুযোগ আছে।
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ৩,৫৯,৩৩৪ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।
আগ্রহী প্রার্থীদের টেরে ডেস হোমসের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply for This Job বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫।