শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৮০ হাজার

  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

স্পেনভিত্তিক উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এডুকো বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট অফিসার—প্রটেকশন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট অফিসার-প্রটেকশন
    পদসংখ্যা:
    যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, এডুকেশন, চাইল্ড প্রটেকশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চাইল্ড প্রটেকশন ও জিবিভি-সংক্রান্ত কোনো প্রকল্পে অন্তত দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা ইমারজেন্সি রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রামের লক্ষ্য ও পরিকল্পনার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধানের দক্ষতাসহ অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা বোঝার সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ৭৯,৯২৩ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া গোষ্ঠী বিমা, ছুটি ভাতা ও মুঠোফোন বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় বর্তমান সুপারভাইজারসহ দুজনের রেফারেন্স ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সিভিতে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৩

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com