সংযুক্ত আরব আমিরাতের আজমান চানাইয়াতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন আল সাহী রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আমিরাত প্রবাসীদের কাছে তিন ভাই রেস্টুরেন্ট নামেই পরিচিত। তিন বছর ধরে রেস্টুরেন্টটি পরিচালিত হয়ে আসছে।
এবার নতুন সাজে রেস্টুরেন্টটি আবারও উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মালিক তিন ভাই সোলায়মান বাদশা, বাবুল, মুহাম্মদ রুবেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর ইব্রাহিম মোহাম্মদ সোলায়মান আব্দুল্লাহ আল সৌয়াইদি।
এ রেস্টুরেন্টে প্রতি শুক্রবার-রোববার বিয়েবাড়ির আয়োজনের ব্যবস্থা রয়েছে। এছাড়াও ফাস্টফুড আইটেমসহ বাংলাদেশি খাবারের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় বিভিন্ন খাবারের সংযোজন রয়েছে।
সকাল-বিকাল নাস্তার সময় এবং নিয়মিত কাস্টমারের ভিড় সামলাতে হিমশিম খাওয়াতে কাস্টমারের চাহিদানুযায়ী বাইরে বড় পরিসরে মনোরম পরিবেশে বসার জায়গাও রাখা হয়েছে।
বাংলাদেশি এ রেস্টুরেন্ট আগেও প্রতি শুক্রবার মেজবানি, বিরিয়ানিসহ খাবারের মান ধরে রাখায় দারুণ জনপ্রিয়তা পে