শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

আকাশে উড়ছে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক

  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩
দীর্ঘদিন ধরেই মানুষ ভবিষ্যতের উড়ন্ত গাড়ির স্বপ্ন দেখে চলেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই গাড়ির এআইভিত্তিক মডেল এবং এই ধরনের গাড়ির বেশ কিছু ছবিও তৈরি করা হয়েছে কম্পিউটারের বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে।
উড়ন্ত গাড়ি এখনো অনেকের স্বপ্নই থেকে গেলেও, উড়ন্ত বাইক কিন্তু আর স্বপ্ন নয়। বাস্তবের রূপ ইতিমধ্যেই পেয়েছে এই উড়ন্ত বাইক।
জাপানের স্টার্টআপ AERWINS, XTURISMO নামের একটি উড়ন্ত বাইক তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে। এটি হতে চলেছে একটি হোভার বাইক যা বাতাসে উড়তে পারবে।
এটি হতে চলেছে বিশ্বের প্রথম উড়ন্ত বাইক। ইতিমধ্যেই এই হোভার বাইকটি জাপানে বিক্রি হতে শুরু করেছে। কোম্পানিটির সিইও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইকটি বিক্রি করার পরিকল্পনা গ্রহণ করছেন।
সম্প্রতি এই উড়ন্ত বাইকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে শুরু করেছে। এই ভাইরাল ভিডিও ক্লিপে আপনি টারবাইন দিয়ে ঘেরা একটি বাইকে একজন ব্যক্তিকে বসে থাকতে দেখবেন।
এই ব্যক্তি প্রথমে বাইকটি স্টার্ট করার সাথে সাথেই বাইকটি বাতাসে উপরে উঠতে শুরু করে এবং তারপর সম্পূর্ণরূপে উড়তে শুরু করে এই উড়ুক্কু বাইক।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, @entrepreneursquote নামের একটি ইনস্টাগ্রাম পেজ। তবে এই ভিডিওটি প্রাথমিকভাবে এই কোম্পানির দ্বারা আপলোড করা হয়েছিল তাদের Instagram প্রোফাইলে।
Source: Zoom Bangla

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com