
এ বছর বাংলাদেশসহ বিশ্বের মোট ১০টি দেশের আইইএলটিএস পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চশিক্ষার সহায়তার জন্য নগদ অর্থ পুরস্কার বিজয়ী হিসেবে প্রতিটি দেশ থেকে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষা গ্রহণকে সহজতর করতে আইইএলটিএস প্রাইজ শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই প্রাইজ শিক্ষার্থীদের নতুন নতুন দেশে ভ্রমণ করে নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে নিজেকে বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করে।
বাংলাদেশ থেকে আবেদনে আগ্রহীরা https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize ঢুঁ মারতে পারেন বিস্তারিত জানতে। আবেদনকারীরা এ লিংকে প্রাইজ সম্পর্কে আরও তথ্য, আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়ায় সহায়ক হিসেবে নানা জিজ্ঞাসার উত্তর পাবেন।
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১।