শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

আইইএলটিএস ছাড়া পড়া যাবে সুইডেনের ১০ বিশ্ববিদ্যালয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সাসটেইনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী, পরিবেশগত দিক থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিরাপদ দেশ সুইডেন। পৃথিবীর শীর্ষস্থানীয় দূষণমুক্ত দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে থাকা এই দেশটির দূষণ সূচক মাত্র ১৭ দশমিক ৭। এ ছাড়া বিশ্বের সর্বাপেক্ষা ভ্রমণবান্ধব দেশগুলোর তালিকায় শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে এই নরডিক দেশটি। শত শত স্টার্টআপ কোম্পানির স্বর্গরাজ্যের এই দেশটিকে বলা হয় ইউরোপের সিলিকন ভ্যালি।

যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
নির্দিষ্ট বৃত্তির আওতায় সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে আগ্রহী শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর এসব বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইটে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আইইএলটিএস ছাড়া সুইডেনের যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে, সেগুলো হলো: স্টকহোম বিশ্ববিদ্যালয়, লুন্ড বিশ্ববিদ্যালয়, উপসালা বিশ্ববিদ্যালয়, চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজি, কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি, গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়, লিংকোপিং বিশ্ববিদ্যালয়, উমিয়া বিশ্ববিদ্যালয়, ওরেব্রো বিশ্ববিদ্যালয় ও করোলিনস্কা ইনস্টিটিউট।

সুইডেনে উচ্চশিক্ষা যে কারণে
সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে প্রথম দিকে স্থান করে নেয়। দেশটি উচ্চমানের শিক্ষাদানের বিশ্বব্যাপী স্বীকৃত। সুইডেনে অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, যা সারা বিশ্বের শিক্ষার্থীদের আকর্ষণ করে। দেশটিতে বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটদের জন্য চাকরির প্রচুর সুযোগ রয়েছে।

যাঁরা আবেদন করতে পারবেন
দেশভেদে এ মাপকাঠি ভিন্ন ভিন্ন। যেমন—ইংরেজি ভাষার দেশের শিক্ষার্থীদের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। ইংরেজি ভাষায় পূর্ববর্তী ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি মেজর বিষয় হতে হবে। ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীদের সনদ থাকলে আইইএলটিএসের প্রয়োজন নেই। এ ছাড়া পূর্ববর্তী ডিগ্রি যদি সুইডিশ পরীক্ষা সমমানের হয়, এমন শিক্ষার্থীদেরও আবেদনে আইইএলটিএস লাগবে না।

সুইডেনে বৃত্তির তালিকা
সুইডিশ স্কলারশিপের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। বেশির ভাগ সুইডিশ বিশ্ববিদ্যালয় চলতি বছরের নভেম্বর থেকে ২০২৫ সালের জন্য শিক্ষার্থীদের আবেদন নেওয়া শুরু করবে। দেশটির বৃত্তিগুলো হলো: প্রফেশনালদের জন্য সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, ভিসবি প্রোগ্রাম স্কলারশিপ, ব্লেকিঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি স্কলারশিপ প্রোগ্রাম, বোরস বিশ্ববিদ্যালয় টিউশন ফি মওকুফ, চালমারস আইপিওইটি বৃত্তি, হালমস্ট্যাড বিশ্ববিদ্যালয় বৃত্তি, উমিয়া বিশ্ববিদ্যালয়ের বৃত্তি।

সুইডেনে স্টুডেন্ট ভিসার আবেদন পদ্ধতি
দীর্ঘকালীন সময় পড়াশোনার জন্য এই ইইউ সদস্যরাষ্ট্রে অধ্যয়নের উদ্দেশ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এই পারমিটে অধ্যয়নের জন্য ৩ মাস বা ৯০ দিনের বেশি সুইডেনে বসবাস করার অনুমতি লাভ করা যায়। এ ক্ষেত্রে মনে রাখা জরুরি যে এই পারমিট নিয়ে শেনজেনভুক্ত অন্য দেশে ভ্রমণ করা যাবে না। তার জন্য আলাদাভাবে স্বল্পমেয়াদি (৩ মাসের কম সময়ের জন্য) ভিসার আবেদন করতে হবে।

সুইডেনে উচ্চশিক্ষার জন্য রেসিডেন্স পারমিটের জন্য আবেদনের দ্রুততম ও সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। এর জন্য  এই লিংকে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপর আবেদন প্রক্রিয়ার সময় জরুরি নথিপত্রের স্ক্যানকপি আপলোড করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com