অস্ট্রেলিয়ার টুরিস্ট ভিসার জন্য নিচে দেওয়া ডকুমেন্টস গুলোর মিল থাকলে অনেকটাই সফলতার হার বেড়ে যায়
ব্যাংক স্টেটমেন্ট এর ট্রানজেকশন এর একটা সুন্দর মিল থাকা লাগে হুট করে ভিসা আবেদনের আগে কোন বড় ট্রানজেকশন, ভিসা অফিসার সন্দেহ জনিত ভাবে নিবে যদি সেটার সোর্স অফ ফান্ড ক্লিয়ার না থাকে
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভিসা অফিসার কে আপনি যত কাগজ পত্রই দেন না কেন যতক্ষন না পর্যন্ত ভিসা অফিসার নিশ্চিত হবে যে ভ্রমন শেষে আপনি দেশে ফেরত আসবেন ততক্ষন পর্যন্ত আপনার ভিসা আবেদন এপ্রুব হবে না, তাই এই এসেট ভেলুয়েশন আপনার দেশে ফেরত আসার ব্যাপারে একটা ওভারভিউ দিবে, আপনার যত জায়গা জমি, ফ্লাট, দোকান ভাড়া, বাড়ি ভাড়া, শেয়ার এবং আপনার অন্যান্য সকল সম্পত্তির দাম অথবা ভেলুয়েশন এর একটা বিবরন তৈরি করবেন তখন ভিসা অফিসার এইটুকু বিষয় নিশ্চিত হতে পারবে যে বাংলাদেশে আপনার একটা ভালো অবস্থান আছে আপনি কোনভাবেই ভ্রমন শেষে অস্ট্রেলিয়ায় থেকে যাবেন না
কোন দেশে যখন আপনি ঘুরতে যাবেন তখন ট্রাভেল আইটেনারি টা আপনার ভিসা আবেদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনি অস্ট্রেলিয়ায় টুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন কারন আপনি সেই দেশ টা ঘুরে দেখতে চান তাহলে নিশ্চয়ই আপনি জানেন আপনি কোথায় কোথায় ঘুরবেন আপনার একটা প্রপার প্ল্যান আছে আর ভিসা অফিসার কেও আপনার খুবই সুন্দর করে আপনার প্ল্যান টা সাবমিট করতে হবে, যেখানে আপনি বোঝাতে সক্ষম হবেন যে আপনি প্রকৃত প্রকারের ট্রাভেলার হিসেবেই অস্ট্রেলিয়ায় গুরতে যাবেন
কাভার লেটার হচ্ছে নিজের সম্পর্কে, ভ্রমনের উদ্দেশ্য, আপনার প্রফেশনাল টাইস, এবং ট্রাভেল আইটেনারির সাথে মিল রেখে আপনার ভ্রমনের একটা সুন্দর ওভারভিউ অনেকেই কাভার লেটার টা কে খুবই হালকা ভাবে নেন তেমন একটা গুরুত্ব দেন না কিন্তু এটা করা একদমই ভুল শুধু ব্যাংক স্টেটমেন্ট আর সল্ভেন্সির পেছনে দৌরে লাভ নেই
Like this:
Like Loading...