শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিনা মূল্যে পড়ার সুযোগ

  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের অন্যতম শীর্ষ দেশ অস্ট্রেলিয়া। পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগসহ নানাবিধ সুযোগ-সুবিধার কারণে দেশটিতে স্কলারশিপ নিয়ে অনেকে পড়তে যান। বর্তমানে শিক্ষাবৃত্তি নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির একটি স্কলারশিপ হচ্ছে ‘এএনইউ ইউনিভার্সিটি রিসার্চ স্কলারশিপ’। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয় বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর ৩৬ হাজার ডলার করে দেওয়া হয় এ বৃত্তির প্রাইজমানি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সাড়ে তিন বছর দেওয়া হবে এ বৃত্তি। তবে কতজনকে এ বৃত্তি দেওয়া হয়, সে সংখ্যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ নেই।

Md. Rashedul Alam Rasel

১৯৪৬ সালে যাত্রা শুরু অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত একটি জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় এএনইউ।

সুযোগ-সুবিধাসমূহ

  • সম্পূর্ণ টিউশন ফি মিলবে।
  • শিক্ষার্থীদের বছরে ৩৬,৬৫২ ডলার প্রদান করবে।
  • মিলবে গবেষণা ভাতা।
  • স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের নেওয়ার সুযোগ আছে এ বৃত্তি পেলে।
  • আবাসন সুবিধাও আছে।
  • মিলবে স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা।

আবেদনের যোগ্যতা-

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক ডিগ্রিধারী এবং পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
  • একাডেমিক ফল ভালো হতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে
  • আইইএলটিএসে কমপক্ষে ৬ দশমিক ৫ প্রয়োজন।

Md. Rashedul Alam Rasel

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময় কবে
আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০২৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com