মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসীদের জন্য সুখবর

  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে। আগামী মাসেই এই দুই দেশের প্রবাসীরা ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি টিম অস্ট্রেলিয়া এবং কানাডায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

– অস্ট্রেলিয়ায়: ২২ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দুটি টিম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

– কানাডায়: ৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দুটি টিম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে এসব দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণও শুরু হয়েছে। পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, মালদ্বীপ সহ অন্যান্য দেশে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

২০১৯ সালে, সাবেক নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরপর ২০২০ সালে যুক্তরাজ্য এবং সৌদি আরবসহ কয়েকটি দেশে অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়, তবে করোনা মহামারির কারণে তা কিছুটা থমকে যায়। তবে বর্তমানে নির্বাচন কমিশন নতুন করে এই উদ্যোগকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এখন অস্ট্রেলিয়া ও কানাডা সহ অন্যান্য দেশে বাংলাদেশের প্রবাসীরা সহজেই ভোটার হতে পারবেন, যা তাদের জন্য বড় একটি সুযোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com