বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

অমিতাভের সম্পত্তির পরিমাণ

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। যত বড় তারকা, তত বড় তাঁর সম্পদের ভান্ডার। তাঁর স্ত্রী জয়া বচ্চনও বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম।‌ ‌‘সিলসিলা’, ‘শোলে’, ‘‌অভিমান’ কিংবা ‘কাভি ‌খুশি কাভি গাম’ সিনেমাগুলোয় এই দম্পতির নজরকাড়া অভিনয় এখনো মনে আছে দর্শকদের। ২০১৬ সালের পর থেকে একসঙ্গে তাঁদের বড় পর্দায় দেখা মেলেনি।

সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি রুপি। তাঁদের দুই সন্তান শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চন। এখনো প্রতি মাসে ৩০ কোটি রুপি আয় করেন অমিতাভ। অন্যদিকে জয়ার মাসিক আয় ৩৫ লাখ রুপি। মুম্বাইয়ে তাঁদের দুটি বিলাসবহুল বাংলো আছে, একটি ‘জলসা’ অন্যটি ‘প্রতীক্ষা’। শুধু তা–ই নয়, দেশজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে আছে তাঁদের সম্পত্তি। অমিতাভের অবর্তমানে কারা এই সম্পদের মালিক হবেন, সেটিও স্ত্রী জয়ার সঙ্গে আলাপ করে ঠিক করেছেন বিগ বি।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের ভরা সংসার। দুই সন্তান ছাড়াও আছেন পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, নাতনি আরাধ্যা বচ্চন।

অমিতাভ বচ্চন। এক্স থেকে
অমিতাভ বচ্চন। এক্স থেকে

সেই সঙ্গে আছেন মেয়ে শ্বেতা বচ্চন, জামাই নিখিল নন্দা এবং নাতি-নাতনি অগস্ত্যা ও নব্যা নন্দা। যদিও এই বিশাল সম্পদের মালিক হবেন দুই ছেলেমেয়ে। অমিতাভ বচ্চন সমতায় বিশ্বাস করেন। সে কারণে সম্পদেও ছেলেমেয়ের সমান অধিকার নিশ্চিত করবেন তিনি। এরই মধ্যে সেই প্রমাণও দিয়েছেন। সম্প্রতি মুম্বাইয়ের প্রতীক্ষা বাংলোটি দিয়েছেন মেয়ে শ্বেতার নামে, যার বর্তমান মূল্য ৫০ কোটি রুপি। এ বাংলো নিয়েই নাকি ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের অশান্তি তুঙ্গে উঠেছে। গুঞ্জন উঠেছে, মেয়েকে নিয়ে নাকি মায়ের কাছেই থাকছেন ঐশ্বরিয়া।

মুম্বাইয়ে জলসা ছাড়াও আরও পাঁচটি বাংলো আছে বচ্চন দম্পতির। প্রতিটি বাংলোর মূল্য ৩২ কোটির কাছাকাছি। আন্ধেরিতে অমিতাভের বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া আছেন অভিনেত্রী কৃতি শ্যানন। প্রতি মাসে ১০ লাখ টাকা বাড়িভাড়া দিতে হয় এই অভিনেত্রীকে।

বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন, বোন শ্বেতা বচ্চন, বোনজামাই নিখিল নন্দা, শ্বেতা–নিখিল দম্পতির দুই সন্তান নব্য নন্দা ও অগস্ত্যা নন্দার সঙ্গে অভিষেক বচ্চন
বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন, বোন শ্বেতা বচ্চন, বোনজামাই নিখিল নন্দা, শ্বেতা–নিখিল দম্পতির দুই সন্তান নব্য নন্দা ও অগস্ত্যা নন্দার সঙ্গে অভিষেক বচ্চনএক্স থেকে

সেই সঙ্গে দিল্লির গুলমোহর পার্কে একটি বাড়িও ছিল অমিতাভের। ২০২২ সালে ২৩ কোটিতে বাড়িটি বিক্রি করে দেন তিনি।
পাশাপাশি ফ্রান্সের ব্রিগনোগান প্লেগেও ৩ হাজার ১৭৫ বর্গমিটারের একটি বিলাসবহুল বাংলো আছে অমিতাভের। শুধু তা–ই নয়, ৬২ কোটি রুপি মূল্যের সোনার গয়না আছে জয়া বচ্চনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com