২০২৪ সালে অভিবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকায় আধিপত্য দেখাচ্ছে এশিয়া। তালিকার শীর্ষ ১০ দেশের মধ্যে ছয়টিই এ অঞ্চলের। আর দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ভারত। অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনসের জরিপে এ তথ্য জানানো হয়েছে।
দ্য এক্সপ্যাট ইনসাইডার ২০২৪ নামে এই জরিপে অংশ নেন ১৭৪টি দেশে বসবাসকারী ১২ হাজারের বেশি অভিবাসী। দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত স্বচ্ছলতা, কাজের পরিস্থিতি, সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র্যাংকিং প্রস্তুত করা হয়।
এর মধ্যে পারসোনাল ফিন্যান্স ক্যাটাগরিতে বিবেচনা করা হয় অভিবাসীদের আর্থিক পরিস্থিতি, দৈনন্দিন খরচ এবং তাদের নিষ্পত্তিযোগ্য পারিবারিক আয় একটি আরামদায়ক জীবনযাপনের জন্য যথেষ্ট কি না।
এই ক্যাটাগরিতে টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম। অর্থাৎ এটিই অভিবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশ।
তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে কলম্বিয়া, তৃতীয় ইন্দোনেশিয়া, চতুর্থ পানামা, পঞ্চম ফিলিপাইন, ষষ্ঠ ভারত, সপ্তম মেক্সিকো, অষ্টম থাইল্যান্ড, নবম ব্রাজিল এবং দশম স্থানে রয়েছে চীন।
র্যাংকিংয়ে জায়গা পেতে একটি দেশ থেকে ন্যূনতম ৫০ জন অংশগ্রহণকারী থাকতে হবে। এ বছর এই শর্ত পূরণ করতে পেরেছে মাত্র ৫৩টি দেশ, তার মধ্যে বাংলাদেশের নাম নেই।
দেখা যাচ্ছে, এবারের তালিকায় শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে ছয়টিই এশিয়ায় অবস্থিত। প্রথম স্থানে ভিয়েতনাম, তৃতীয় স্থানে ইন্দোনেশিয়া, পঞ্চম স্থানে ফিলিপাইন, ষষ্ঠ স্থানে ভারত, অষ্টম স্থানে থাইল্যান্ড এবং দশম স্থানে রয়েছে চীন।
তালিকার বাকি চারটি দেশ লাতিন আমেরিকা অঞ্চলে অবস্থিত। এগুলোর মধ্যে কলম্বিয়া দ্বিতীয়, চতুর্থ পানামা, মেক্সিকো সপ্তম এবং ব্রাজিল নবম স্থানে রয়েছে।
অভিবাসীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী দেশের তালিকায় সবার নিচে ঠাঁই পেয়েছে কানাডা। অর্থাৎ, এটি অভিবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল দেশ।
সাশ্রীয় দেশের তালিকায় তলানিতে থাকা ১০টি দেশ হলো কুয়েত, তুরস্ক, বাহরাইন, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, নরওয়ে, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও কানাডা।
সূত্র: ইন্টারন্যাশনস, এনডিটিভি