বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে স্পেন, মিলবে কাজের অনুমতিও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

প্রতি বছর তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। দুই থেকে তিন বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি তারা কাজের সুযোগ অর্থাৎ ওয়ার্ক পারমিটও পাবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্পেনের অভিবাসী-বিষয়ক মন্ত্রী।

রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসী-বিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত, দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে, তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট দেয়া হবে।

যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জন্মহার ও বয়স্ক লোকজন অবসর নেওয়ার জেরে বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে সরকারের সাম্প্রতিক এসব পদক্ষেপ স্পেনের সাধারণ জনগণ কীভাবে নেবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

উন্নত জীবনের আশায় প্রতিদিন আকাশ, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসনপ্রত্যাশী পাড়ি জমান স্পেনে। সরকারি হিসাব বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে ১৯ হাজারেরও বেশি এসেছেন সাগর পাড়ি দিয়ে।

ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি, তার মধ্যে স্পেন অন্যতম। এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার।

সূত্র: এপি, ইউরো নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com