1. [email protected] : চলো যাই : cholojaai.net
অনেকেই Australia যেতে চায়, এর পেছনে বেশ কিছু কারণ আছে
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

অনেকেই Australia যেতে চায়, এর পেছনে বেশ কিছু কারণ আছে

  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
কাজের সুযোগ
হসপিটালিটি, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, হেলথ কেয়ার—এসব সেক্টরে প্রচুর চাকরির সুযোগ আছে।
মিনিমাম বেতন অনেক বেশি, ঘন্টাপ্রতি প্রায় 23 AUD (বাংলাদেশি টাকায় প্রায় ১,৫০০ টাকার কাছাকাছি)।
ভালো আয় ও সেভিংস
খরচ কিছুটা বেশি হলেও আয়ের তুলনায় সেভিং করা সহজ।
অনেকেই ১–২ বছর কাজ করে দেশে ফিরে ভালো পরিমাণ টাকা জমাতে পারে।
স্টুডেন্ট ভিসা ও ভবিষ্যৎ সুযোগ
পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকে।
ডিগ্রি শেষ হলে স্কিলড মাইগ্রেশন বা PR (Permanent Residency) নেওয়ার রাস্তা খোলা থাকে।
লাইফস্টাইল ও পরিবেশ
সুন্দর শহর, সমুদ্র সৈকত, ক্লিন পরিবেশ, ও নিরাপদ জীবনযাপন অনেককে আকর্ষণ করে।
বহুজাতিক সমাজ—বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরব, থাই সহ বিশ্বের নানা দেশের মানুষ সেখানে আছে।
স্থায়ীভাবে বসবাসের সুযোগ (PR ও নাগরিকত্ব)
যারা স্থায়ীভাবে বিদেশে স্যাটেল হতে চায়, তাদের জন্য Australia একটা বড় আকর্ষণ।
PR পাওয়ার পর নাগরিকত্বের সুযোগ আছে।
এজন্যই কাজের মানুষ, ছাত্রছাত্রী, এমনকি পরিবারসহ ভালো ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক অনেকেই Australia যেতে চান।
আপনি কি চান আমি এখন ব্যাখ্যা করি শুধু কাজের জন্য লোকজন কেন Australia বেছে নেয়, নাকি পুরো লাইফস্টাইল আর ভবিষ্যতের কারণে?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com