1. [email protected] : চলো যাই : cholojaai.net
অনিয়মিত পথে আসা অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাজ্য
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বপ্নভঙ্গের হতাশা আর আতঙ্কে যুক্তরাষ্ট্রে বিদেশী শিক্ষার্থীরা ইমিগ্রেশনের সময় এই ৭ কথা ভুলেও বলবেন না, ভেস্তে যেতে পারে ভ্রমণ চীনে বাড়ছে নারীদের আবাসিক ক্লাব, পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাইল্যান্ড ভ্রমণে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন পর্যটকেরা ছুটি হোক কর্মক্ষমতা বাড়ানোর চাবিকাঠি কেবিন ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার সব ফ্লাইট স্থগিত ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র আগামী বছর ভালুকায় চালু হচ্ছে পাঁচ তারকা হোটেল ‘ম্যারিয়ট’ ঘুরতে গেলে বাজেট শেষ? কয়েকটি টিপসেই মিলবে সমাধান ইউরোপে ‘অবাধ্য’ পর্যটকদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা

অনিয়মিত পথে আসা অভিবাসীদের নাগরিকত্ব দেবে না যুক্তরাজ্য

  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

যুক্তরাজ্যে নাগরিকত্বের আবেদনগুলো পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তরে নতুন নির্দেশিকা পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ নির্দেশনায় বলা হয়েছে, দেশটিতে অনিয়মিত পথে আসা অভিবাসীদের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করা হবে৷

লেবার পার্টি সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়বেন দেশটিতে অনিয়মিত পথে আসা অভিবাসী এবং আশ্রয়প্রার্থীরা৷ বিশেষ করে, ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীরা এ সিদ্ধান্তের কারণে ঝুঁকিতে পড়বেন৷

অনিয়মিত পথে আসা অভিবাসীদের নাগরিকত্ব আবেদন ‘নীতিগতভাবে’ প্রত্যাখানের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে অভিবাসন সংস্থা এবং এনজিওগুলো৷ ক্ষমতাসীন লেবার পার্টির মধ্যেও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷

সোমবার (১০ জানুয়ারি) ব্রিটেনের জাতীয়তা আবেদনের জন্য নির্ধারিত কার্যালয়ে প্রেরিত চিঠিতে বলা হয়, অনিয়মিত পথে আসা ব্যক্তিরা যুক্তরাজ্যে যত বছর থাকেন না কেন তার ব্রিটিশ নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যান করা হবে৷ বিশেষ করে চ্যানেল পেরিয়ে আসা ব্যক্তিদের আবেদন প্রত্যাখ্যাত হবেই৷

তবে, নাগরিকত্বের আবেদনগুলো শুরুতেই প্রত্যাখ্যান না করে প্রতিটি ধাপ অনুসরণ এবং সঠিকভাবে যাচাই-বাছাই করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷

বুধবার ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, ‘‘অনিয়মিত পথে আগতদের জাতীয়তা লাভের ক্ষেত্রে ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম রয়েছে৷’’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘এই নির্দেশিকাটি কিছু ব্যবস্থাকে শক্তিশালী করবে৷ যাতে অনিয়মিতভাবে বা ছোটো নৌকায় চড়ে যুক্তরাজ্যে আসা ব্যক্তিরা ব্রিটিশ নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকির ব্যাপারে জানতে পারেন৷’’

এ উদ্যোগের মাধ্যমে কিয়ার স্টারমারের সরকার আংশিকভাবে তার পূর্বসূরি রক্ষণশীল ঋষি সুনাক সরকারের একটি প্রকল্প গ্রহণ করছে৷ সুনাক অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়েছিলেন৷

তবে স্টারমারের নতুন পদক্ষেপের তীব্র সমালোচনা শুরু হয়েছে৷ লেবার এমপি স্টেলা ক্রিসি মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ লিখেছেন, ‘‘আমরা যদি কাউকে শরণার্থী মর্যাদা দিই, তাহলে তাকে ব্রিটিশ নাগরিক হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা ঠিক নয়৷’’

ব্রিটেনের অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে কাজ করা এনজিও ফ্রি মুভমেন্ট বলছে, ‘‘এই পরিবর্তনগুলো বড় সংখ্যক শরণার্থীকে নাগরিকত্ব থেকে বিরত রাখবে এবং এটি ইন্টিগ্রেশন বা একীকরণের জন্য ক্ষতিকর৷’’

ব্রিটেনে অতি ডানপন্থি নাইজেল ফ্যারাজের অভিবাসন-বিরোধী রিফর্ম ইউকে পার্টির জনমত জরিপে এগিয়ে যাওয়ায় লেবার পার্টির উপর অভিবাসন নিয়ে চাপ বেড়েছে৷ গত জুলাইয়ের সাধারণ নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টে পাঁচটি আসন জিতেছে রিফর্ম ইউকে পার্টি৷

গত গ্রীষ্মে ক্ষমতায় আসার পর থেকে কিয়ার স্টারমার অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে এবং বিশেষ করে পাচারকারীদের বিরুদ্ধে লড়াই সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন৷

ইনফোমাইগ্রেন্টস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com