1. [email protected] : চলো যাই : cholojaai.net
অনিয়মিত অভিবাসীরা জামিন শুনানির সুযোগ পাবেন না
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

অনিয়মিত অভিবাসীরা জামিন শুনানির সুযোগ পাবেন না

  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীরা আর জামিন শুনানির সুযোগ পাবেন না। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব অনিয়মিত অভিবাসীদের ক্ষেত্রে আর কোনও জামিন শুনানি হবে না। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স এক সরকারি মেমোতে এ নতুন নীতিমালার ঘোষণা দেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

এতদিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিরা ইমিগ্রেশন আদালতে জামিন শুনানির আবেদন করতে পারতেন। কিন্তু নতুন নীতিমালার ফলে তাদের আর সে সুযোগ থাকছে না। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশকারীদের আটক রাখার ব্যবস্থাকে কঠোর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই নীতিমালা নিয়েও আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন ও অভিবাসন অধিকারকর্মীরা বলছেন, এর ফলে দীর্ঘ সময় আটক থাকবেন অনেক অভিবাসী, যা মানবাধিকারের পরিপন্থী।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করছেন, এই নীতিমালার বৈধতা নিয়েও শুরু হবে আইনি লড়াই।

নতুন এ সিদ্ধান্তকে অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসনের আরেকটি কঠোর পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com