শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

অক্সফোর্ডের ক্ল্যারেন্ডন স্কলারশিপ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে পছন্দের তালিকার দেশ যুক্তরাজ্য। প্রতিবছর হাজারো শিক্ষার্থী পড়তে যান দেশটিতে। তাঁদের মধ্যে কেউ কেউ স্কলারশিপ নিয়ে পড়তে যান। তেমন একটি স্কলারশিপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তার জন্য বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডির বিভিন্ন বিষয়ে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা পান। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে পছন্দের তালিকার দেশ যুক্তরাজ্য। প্রতিবছর হাজারো শিক্ষার্থী পড়তে যান দেশটিতে। তাঁদের মধ্যে কেউ কেউ স্কলারশিপ নিয়ে পড়তে যান। তেমন একটি স্কলারশিপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তার জন্য বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডির বিভিন্ন বিষয়ে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা পান। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

Teenage friends visiting London on Tower Bridge

আবেদনের প্রক্রিয়া
ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো ধরনের আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং মাস্টার্সের জন্য আবেদন করলেই এ স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করেন, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com