শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য সুযোগ দিচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৪’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ ফেব্রুয়ারি ২০২৪।

নিম্ন আয়ের দেশের যে সকল শিক্ষার্থী রাজনৈতিক, অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তাদেরকে এ স্কলারশিপ প্রদান করা হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়টিকে ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় বলা হয়। ধারণা করা হয়, ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমান বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয়ে ইতিহাস গড়লো ছাত্রীরা | বিদেশের ক্যাম্পাস |  Leading Campus News Portal Bangladesh

সুযোগ সুবিধাসমূহঃ- 
* কোর্সের মেয়াদ অনুসারে স্কলারশিপের মেয়াদ তিন থেকে চার বছর হয়ে থাকে।
* সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
* জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি প্রদান করা হবে।
* প্রতিবছর বিমানে আসা-যাওয়ার টিকিট প্রদান করা হবে।

যোগ্যতাসমূহঃ- 
* অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে।
* অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* আবেদনকারীদের সর্বোচ্চ একাডেমিক অবস্থান থাকতে হবে।
* প্রার্থীকে তার পড়াশোনা শেষ করার পর তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে।
* যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com