শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
Uncategorized

VLIR-UOS স্কলারশিপ বেলজিয়াম

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

VLIR-UOS স্কলারশিপ একটি বেলজিয়াম ভিত্তিক স্কলারশিপ, যার মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ৩১টি দেশের শিক্ষার্থীরা ট্রেনিং ও মাস্টার্স কোর্স করতে পারবে বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এক বা দুই বৎসর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম । মাস্টার্স প্রোগ্রামে চাকরি অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে চাকরি অভিজ্ঞতা থাকলে বৃত্তি পেতে অগ্রাধিকার পাওয়া যায়। এক বৎসর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম গুলো মাল্টিডিসিপ্লিনারী কোর্স।

স্কলারশিপ এর নাম

VLIR-UOS স্কলারশিপ

যে যে বিষয়ে অধ্যয়ন করা যাবে

VLIR-UOS স্কলারশিপ প্রোগ্রামে যে সকল বিষয় অধ্যয়ন করা যাবে, তার একটি লিস্ট নিচে দেওয়া হলঃ

মাস্টার্স প্রোগ্রাম

https://cdn.webdoos.io/vliruos/801faa32f16c6868fe93108ebd3bc951.pdf

ট্রেনিং প্রোগ্রাম

https://cdn.webdoos.io/vliruos/d57f3d1e80e95561504e064b0204e918.pdf

দেশ এবং কর্তৃপক্ষ

বেলজিয়াম

বৃত্তির সুযোগ সুবিধাসমূহ

VLIR-UOS স্কলারশিপের আওতায় আপনি যা যা পাবেনঃ

১। টিউশন ফি

২। মাসিক ভাতা (1150 Euro করে)

৩। বিমান ভাড়া

৪। স্বাস্থ্য ভাতা

৫। রিসার্চের সকল খরচ

আবেদনের যোগ্যতা

VLIR-UOS স্কলারশিপের জন্য আপনার থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ

১। লিস্টেড দেশের নাগরিক হতে হবে।

২। Initial Masters প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে পারবে আর Advanced Masters এর জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে পারবে।

৩। আবেদনকারীর কাজের অভিজ্ঞতা থাকলে তিনি স্কলারশিপ প্রাপ্তির জন্য বিবেচিত হবেন। আর এই কাজের অভিজ্ঞতা যদি রিসার্চ প্রতিষ্ঠান, NGO, অথবা শিক্ষা প্রতিষ্ঠান হয়, তাহলে সেটা বিশেষভাবে গন্য হবে।

৪। যদি কোন ব্যক্তি আগেই বেলজিয়ামে কোন স্কলারশিপ গ্রহণ করে থাকে, তবে তিনি আর এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

VLIR-UOS Scholar
Image Source: Internet

আবেদনের সময়সীমা

VLIR-UOS স্কলারশিপের জন্য আবেদন সাধারণত ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে শুরু হয়। তবে সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

আবেদনের হালনাগাদ সময় সীমা জানতে নিম্মোক্ত ওয়েবসাইট এর সাহায্য নিতে পারেন-

https://www.vliruos.be/en/scholarships/6

যেসকল দেশের প্রার্থীদের জন্য প্রযোজ্য

এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ৩১টি দেশের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারেন। কিন্তু, বর্তমানে বাংলাদেশের নাম এই লিস্টে নেই।

আবেদন প্রক্রিয়া

প্রথমেই আপনাকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। সেখানে নির্দিষ্ট বিষয়ে ভর্তির আবেদন শেষ করার পর আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এরপর আপনি সিলেক্টেড হলে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

VLIR-UOS স্কলারশিপ প্রোগ্রামের জন্য আপনাকে জমা দিতে হবেঃ

১। Online আবেদন ফর্ম

২। সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট

২। রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন করে সীলড অবস্থায় দিতে হবে।

৩। Euro-pass Format এ CV

৪। SOP (Statement of Purpose)

৫। বিশ্ববিদ্যালয়ের অফার লেটার পেয়ে থাকলে সেটা দিতে হবে

৬। IELTS এর সনদ

৭। Work Experience Certificate

৮। পাসপোর্টের কপি

স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট – https://www.vliruos.be/en/home/1

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

Like Us On Facebook

Facebook Pagelike Widget
© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com