বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন্স সংস্থা ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ইনস্ট্রাক্টর/ চেক পাইলট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এফএইচ কমপক্ষে ৮০০০ ঘণ্টা, পিআইসি কমপক্ষে ৪ হাজার ঘণ্টা, পিআইসি (এ৩৩০) কমপক্ষে ২ হাজার ঘণ্টা ইনস্ট্রাক্টর বা চেক পাইলট হিসেবে কমপক্ষে ১ হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে। সবশেষ উড্ডয়ন অভিজ্ঞতা আবেদনের ৯০ দিনের মধ্যে হতে হবে।
পদের নাম : লাইন ক্যাপ্টেন। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এফএইচ কমপক্ষে ৮০০০ ঘণ্টা, পিআইসি কমপক্ষে ৪ হাজার ঘণ্টা, পিআইসি (এ৩৩০) কমপক্ষে ১ হাজার ঘণ্টা ও জেট ৩ হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম : ফার্স্ট অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এফএইচ কমপক্ষে ৪০০০ ঘণ্টা, পিটু কমপক্ষে ৩ হাজার ঘণ্টা, পি২ (এ৩৩০) কমপক্ষে ১ হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। সঙ্গে এটিপিএল এর লাস্ট দুই পেজের লুকবুক, মেডিকেল ইনফরমেশন ও পাসপোর্টের ইনফরমেশন পাঠাতে হবে।