Ray-Ban-এর সঙ্গে স্মার্ট চশমা আনল Facebook! জানুন দাম, ফিচার্স
আপডেট সময়
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
এই চশমাতেই থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।
1/5রে-ব্যানের সঙ্গে স্মার্ট গ্লাস আনল ফেসবুক। নাম ‘রে-বান স্টোরিজ’। বৃহস্পতিবার এই স্মার্ট চশমা লঞ্চ করল দুই সংস্থা। (Ray-Ban)
2/5এই চশমার মাধ্যমে গান শোনা, ছবি তোলা, কল রিসিভ করা, শর্ট ভিডিয়ো তোলা এবং তা ফেসবুকে শেয়ার করা যাবে। এই চশমাতেই থাকবে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ছবি: রে ব্যান (Ray-Ban)
3/5তবে না, এই চশমা পরে লুকিয়ে ভিডিয়ো বা ছবি তুলতে পারবেন না কেউ। কারণ ছবি বা ভিডিয়ো তোলার সময়ে নিজে থেকেই জ্বলে উঠবে এলইডি লাইট। ছবি: রে ব্যান (Ray-Ban)
4/5চশমার দাম শুরু হচ্ছে ২৯৯ মার্কিন ডলার থেকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকা। ছবি: রে ব্যান (Ray-Ban)