বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি বিমান সংস্থা। ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাহিনীর DU-3 বিমান নিয়ে এর যাত্রা শুরু হয়। বিমানের প্রধান কার্যালয় বলাকা, কুর্মিটোলা, ঢাকা – ১২২৯, বাংলাদেশ। ফোন: +৮৮-০২- ৮৯০১৬০০-১৪ এবং ৮৯০১৬৮০-৯৪ (পিএবিএক্স) বিমানবন্দর প্রধান কার্যালয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা- ১২২৯। ফোন: +৮৮-০২-৮৯০১৫০০-১৯ এবং ৮৯০১৬৪০ (পিএবিএক্স) জেলা অফিস বলাকা, বিমান ভবন, মতিঝিল, ঢাকা, বাংলাদেশ।
বিস্তারিত