করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে পুরোনো রূপে ফিরেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘মধুটিলা ইকো পার্ক’। এবারের শীতে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত গোটা পার্ক এলাকা। উঁচু-নিচু টিলা, কৃত্রিম লেক আর সবুজের সমারোহে হারিয়ে যেতে প্রতিদিনই সীমান্তবর্তী এ পার্কে আসে হাজারো মানুষ। ‘মধুটিলা ইকো পার্কে’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে পারিবারিক, প্রাতিষ্ঠানিক বনভোজন, শিক্ষা সফর। নগর জীবনের কোলাহল-কর্মক্লান্তি ভুলে একদিনের জন্য
বিস্তারিত