ধর্ম সংক্রান্ত বিষয়ে আমার জ্ঞান মোটামুটি শূণ্যের কাছাকাছি। জীবনে কোনদিন মক্কার মাটিতে পা রাখার সৌভাগ্য হবে তা কখনো স্বপ্নেও ভাবিনি। ২০১৮ এর এপ্রিল মাসে মোটামুটি ঠিক হয়ে গেলো যে, আমি অন্তত ৪ বছরের জন্য অক্সফোর্ডবাসী হতে যাচ্ছি। বিলেত গমন কালে বঙ্গমাতারা নানা ধরণের সংবেদনশীল আবদার করে থাকে। সেই লিস্টে প্রথম স্থানে থাকে বিয়ে করে বউ নিয়ে বিদেশ যাওয়া। কারণ, সবার ধারণা, অবিবাহিত ছেলে বিদেশে গেলে অধ:পাতে যাবে (ধারণা খানিকটা সত্য)। আমার মায়ের মাথায় সেই চিন্তা সম্ভবত আসে নাই। তার একমাত্র আবদার ছিলো, রমজানের শেষ দশদিন মসজিদুল হারামে কাটিয়ে আসা। নানা অনুনয়-নয়,
বিস্তারিত