আমাদের প্লেন যখন চাঙ্গি এয়ারপোর্টে নামল, তখন দূর থেকে যেন ডাক দিল কোনো ঘনিষ্ঠজন নয়, এক জমকালো খয়েরি সন্ধ্যা! উড়ানযাত্রায় রিজেন্ট এয়ারলাইনসের আতিথেয়তা মন্দ বলব না। মধ্য এপ্রিলের সেই সন্ধ্যায় তাপমাত্রা এবং আর্দ্রতা বেশ সহনীয় বলেই মনে হলো। তবে ঝকঝকে চাঙ্গি এয়ারপোর্টটাকে বিশালতার ব্যাপ্তিতে দুবাই এয়ারপোর্টের মতো বড় মনে হলো না। তবে বেশ ছিমছাম, গোছানো।
বিস্তারিত