খ্রিষ্টপূর্ব ৬০০ বছর। মেসোপটেমিয়ার বুক চিরে বয়ে চলেছে ইউফ্রেটিস নদী। তারই পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে এক রাজ্য—ব্যাবিলন; সভ্যতার সূতিকাগার। সোনালি প্রাচীর, বিশাল দ্বার, আকাশ ছোঁয়া জিগুরাত—সব মিলিয়ে যেন এক রূপকথার শহর। এই রাজ্যের সিংহাসনে তখন বসেছেন এক পরাক্রান্ত রাজা নবুচাদনেজার দ্বিতীয়। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, ছিলেন একজন শিল্পরসিক, স্বপ্নদ্রষ্টাও। কিন্তু তার জীবনের সবচেয়ে
বিস্তারিত