বর্তমান বিশ্বের সেরা দশ শহরের মধ্যে স্থান করে নিয়েছে কানাডার ক্যালগারি, ভ্যাংকুভার এবং টরন্টো। গত বৃহস্পতিবার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহরগুলো হলো যথাক্রমে- ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, ক্যালগারি, ভ্যানক্যুভার, জেনেভা, ফ্রাঙ্কফুর্ট, টরন্টো, অ্যামস্টারডাম, ওসাকা এবং মেলবোর্ন। টরন্টো, কানাডা। ইআইইউ সূচক পাঁচটি প্রধান বিষয় বিবেচনা করে। সেগুলো হলো-
বিস্তারিত