বাইরে থেকে দেখলে এই জীবনটা খুব আকর্ষণীয় মনে হয় — নতুন দেশ, উন্নত শিক্ষা, স্বাধীনতা, আর বিদেশি জীবনযাত্রার রঙিন ছবি। কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন, অনেক বেশি নিঃসঙ্গ। পরিবারের সবার চোখে আমরা “সফল হচ্ছি”, “ভাগ্যবান”, “বিদেশে গিয়ে নিশ্চয়ই মজা করছে”— কিন্তু সত্যি বলতে কী, এই সফলতার পেছনে আছে হাজারো অনিদ্রার রাত, একাকীত্ব, মানসিক চাপ আর
বিস্তারিত