শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Uncategorized

থাইল্যান্ড সম্পর্কে মজার মজার তথ্য

  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১

বানরের কলেজ ও মন্দিরঃ
থাইল্যান্ডে বানরের জন্যে আছে lopburi monkey temple । যে শহরকে মানকি সিটি বা বানরের শহরও বলা হয় ।

২.আন্ডারঅয়্যার না পরা দন্ডনীয় অপরাধ

৩. Elephant massage:

৪. সব বালককে সন্ন্যাসী হতে হয়

৫. বুদ্ধের সবচেয়ে বড় স্বর্ণের মূর্তি

এটি রয়েছে থাইল্যান্ডের wat traimit মন্দিরে।

৬. কারও মাথায় হাত দেয়া যাবে না

৭. ভুতের ঘর

৮. অদ্ভুত মেডিকেল জাদুঘর:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে সিরাজ মেডিকেল নামে একটি জাদুঘর আছে। যেটি পৃথিবীর অন্যান্য সব মেডিকেল বা জাদুঘর থেকে আলাদা।

৯। জন্ম থেকে স্বাধীন
থাইল্যান্ড এমন একটি দেশ যেটা আজ পর্যন্ত কোন ইউরোপীয় দেশ দখল করতে পারেনি।

থাইল্যান্ডের জাতীয় প্রতীক Guruda । যা অর্ধ মানব এবং অর্ধ ঈগল। মহাকাব্য রামায়ণে এর বর্ণনা পাওয়া যায়।

১০. Train market
থাইল্যান্ড এ এমন কিছু রেল লাইন রয়েছে যেগুলোর মাঝখানে হাট বসে। যখন ট্রেন আসার সময় হয়, তখন দোকানগুলোকে গুটিয়ে নেওয়া হয়।

১১. বন্ধুরা, আমাদের দেশে পহেলা বৈশাখে রঙ মাখামাখি করে বর্ষবরণের একটি রীতি প্রচলিত আছে। থাইল্যান্ডেও এমনি একটি রীতি আছে।

১৩. থেকে ১৫ এপ্রিল জল যুদ্ধ খেলার মাধ্যমেই থাইল্যান্ডের মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।

১২. বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ নাইট ক্লাব এবং থাই ম্যাসাজের জন্যও থাইল্যান্ডে আসে। ব্যাংককের থাই ম্যাসাজ সারা বিশ্বে প্রসিদ্ধ।

১৩. বিশাল বড় নাম:

থাইল্যান্ড সম্পর্কে মজার কিছু তথ্য
থাইল্যান্ড সম্পর্কে মজার কিছু তথ্য

ব্যাংকক হল একটি সংক্ষিপ্ত নাম। এর একটি পূর্ণ নাম ছিল। যেটা উচ্চারণ করতে গিয়ে আপনার দাঁত ভেঙে যেতে পারে। স্ক্রিনে দেখুন কত বড় নাম। Krungthepmahanakhon Amonrattanakosin Mahintharayutthaya Mahadilokphop Noppharatratchathaniburirom Udomratchaniwetmahasathan Amonphimanawatansathit Sakkathattiyawitsanukamprasit. ।

১৪. দ্রুত গতির ইন্টারনেট

সাধারণ জনগণের জন্য ব্যাংককে প্রায় ২৩০০০ এরও বেশি ফ্রি ওয়াইফাই সিস্টেম সরবারহ করা আছে । আর থাইল্যান্ডের ইন্টারনেটও অনেক ফাস্ট।

১৫. অসংখ্য বৌদ্ধ মন্দির

১৬. সাদা হাতির দেশ

১৭. থাইল্যান্ডের রাস্তার খাবার:

বন্ধুরা আপনারা যদি কখনো থাইল্যান্ড বেড়াতে যান তাহলে, কখনোই থাইল্যান্ডের রাস্তার খাবার খেতে ভুলবেন না। এটি স্বাদে অনন্য।

১৮. ভাসমান বাজারঃ
থাইল্যান্ড এমন কিছু বাজার রয়েছে, সেগুলো তো গেলে আপনাকে নৌকায় চড়ে যেতে হবে। শুধু তাই নয়, বাজারের কেনা কাটা করতে হবে নৌকায় ।

১৯. থাইল্যান্ডে সাংবিধানিক ভাবে রাজতন্ত্র প্রচলিত আছে। আর এখানকার জনগণ ভগবানের মত করে তাদের রাজা রানীর পুজা করে।

২০. থাইল্যান্ডের টাকা ছিঁড়ে ফেলা বা টাকার উপর পা রাখা দণ্ডনীয় আপরাধ। কারণ এখানকার টাকার উপর রাজার ছবি মুদ্রিত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com